পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ অঃ ] ব-দ্বীপের উৎপত্তি। ፃ» সরিয়া যায়। লঙ্কা দ্বীপের ংিস্কৃত ভূখণ্ড ও ঐ সময়ে প্রাকৃতিক নিয়মে পুনর্গঠন করে। নদীকূলে এই সাক্ষ্য বলবৎ। অনুমান হয় তাহাতেই বা ক্রমে নিম্ন বঙ্গের উৎপত্তি হইয়াছে” ( ১ )। অন্ত মতাবলম্বীগণ উপরোক্ত সিদ্ধান্ত সমীচীন বলিয়া স্বীকার করেন না। তাহারা পঞ্চমীঘাট, লাঙ্গলবন্ধ, ও কালীঘাট প্রভৃতি তীর্থ ও পীঠ স্থানের উল্লেখ করিয়৷ বঙ্গের প্রাচীনত্ব প্রতিপন্ন করিতে প্রয়াস পাইয়া থাকেন। র্তাম্বারা অনুমান করেন, গঙ্গ, ব্ৰহ্মপুত্র, মগনী, গোদাবরী, কাবেরী, ইরাবতী প্রভৃতি নদীর স্রোতে মহাদেশের কতক ভূমি ভগ্ন হইয়া বঙ্গোপসাগরের কলেবর বুদ্ধি হইয়াছে। এই সিদ্ধান্তের অমুকুলে ইহারা নর্মদা নদীর মোহানাস্থিত থাম্বাজ উপসাগর, ইউফেটিস-নদী-মুখস্থিত পারস্ত উপসাগর, এবং নীনাম ও মেকিয়াং নদী দ্বয়ের মোহানায় অবস্থিত হামউপসাগরের উৎপত্তির বিষয় উপস্থাপিত করেন। তাহার বলেন, “এই রূপ প্রত্যেক বেগবতী নদীর মুখে এক একটী ক্ষুদ্র বৃহৎ উপসাগরের স্বষ্টি হইয়াছে। নদীর এক স্থান ভাঙ্গে, এবং সেই মাটি দ্বারা অন্ত স্থানে চরা পড়ে। সুতরাং নদীদ্বারা অতি অল্প মৃত্তিকা য়াশিই সাগর সঙ্গমে নীত হয়। তদ্বারা কোন প্রকাও ভূখণ্ড উৎপন্ন হইতে পারেন। যদি নদীর বালুক দ্বার দেশের সীমা বৃদ্ধি হুইত, তবে হোয়াংছে ও ইয়াংসিকিয়াং নদ দ্বারা চীনের সীমা বৃদ্ধি হইত। নীল নদ, আমেজন, মিসিসিপী প্রভৃতি নদ नौ चाहा ७ जन्मक cशनं खे९%ग्न इहेङ । क्ढ़ि जर्रुखहे श५म नौब्र cषांशनात्र छूछाश्न दूक्षि न श्छ। दब्र१ जाश्रtब्रब्र गौशाहे ब्रूहि श्छ, उ९म নদী সমূহের বেগে ৰঙ্গোপসাগরের কলেবর বৃদ্ধি হইয়াছে বলিয়া अङ्कयन कब्राहे जबक्षिक मङ्गङ” । 彰 ( ১ ) বিশ্বকোষ । -