পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] বিল ও ঝিল - br総 ঢাকা জেলার বিল গুলি মধ্যে আয়তন ও প্রশস্ততায় আইরল বিলই সৰ্ব্বাপেক্ষা বৃহৎ। টেইলার সাহেব ইহাকে চূড়াইন বিল বলিয়াও অভিহিত করিয়াছেন। এই স্বপ্রশস্ত বিলটা পূৰ্ব্ব পশ্চিমে ১২ মাইল দীর্ঘ এবং উত্তর দক্ষিণে প্রায় ৭ মাইল প্রশস্ত। আইরল বিলের দক্ষিণ প্রান্তে দয়হাট, স্যামসিদ্ধি, প্রাণীমণ্ডল, গাজীঘাট, উত্তর রাড়িখাল ; উত্তরে শ্ৰীধর খোলা, বারুইখালি, শেখরনগর, মদনথালী, আলমপুর, তেঘরিয়া; পূৰ্ব্বপ্রান্তে হাসার, ষোলঘর, তেওটখালি, মোহনগঞ্জ ; পশ্চিমে কামারগাঁও, জগন্নাথপট্টি, কাঠালবাড়ী, মহতপাড়া, প্রভৃতি। সম্ভবতঃ রাজসাহীর চলন বিল এবং ঢাকার আইরল বিলেই অতি প্রাচীন কালে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গম ঘটিয়াছিল। পরে উভয় নদীর প্রবাহ পরিবর্তন হেতু এই স্থান শুষ্ক হইয়া প্রকাও বিলে পরিণত হইয়াছে (১)। ব্ৰহ্মপুত্ৰেৰ “ব"দ্বীপস্থ বর্তমান “ঠোঠা" দেওয়ানগঞ্জ নামক স্থান হইতে রাজসাহী জেলার “চলন” বিল পর্যন্ত ভূমি অতিশয় নিম্ন ছিল। এই বিষয় ফাগুসন সাহেব প্রত্যক্ষ করিয়াছেন বলিয়া জানা যায়। ঢাকা ও ময়মনসিংহ জেলার পূৰ্ব্বদিক হইতে ব্ৰহ্মপুত্রের গতি পশ্চিম দিকে পরিবর্তিত হইতে আরম্ভ করিলে, এই নদী উল্লিখিত নিম্ন ভূমির মধ্যদিয়া প্রবাহিত ত বলিয়া অনুমিত হয় । ব্ৰহ্মপুত্রের প্রাচীন প্রবাহ যে আইরল বিল মধ্যেই গঙ্গার সহিত মিলিত হইয়াছিল, তাহার আংশিক চিকু অদ্যাপি বিলুপ্ত হয় নাই। ব্ৰহ্মপুত্রে প্রবল বঙ্গ আরম্ভ হইলে জল শ্ৰোত উক্ত পথ দিয়াই আইরল বিল অভিমুখে প্রবাহিত হইতে ( ; ) Ibid.