পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ঢাকার ইতিহাস । [ ১ম খ نار থাকে। সাময়িক প্রবল বন্যার ফলে ঐ অঞ্চলের ফসল সমূহের ক্ষতি হওয়ার বিষয় অবগত হওয়া যায় (১)। দামশরণ বিল-সোনার গায়ের অন্তর্গত বালুসাই গ্রামের পিশ্চিমে প্রায় ৫ মাইল দীর্ঘ ও ২ মাইল প্রস্থ “দামশরণ” নামে একটা প্রকাগু মাঠ দৃষ্ট হইয় থাকে। পূৰ্ব্বে উহা একটা তাড়া দাম পূর্ণ বিল ছিল। ঐ তাড়াদাম ব্যাঘ্ৰ, বঙ্গবরাহ প্রভৃতি বহু বন্ত জন্তুর আশ্রয়স্থল ছিল। প্রায় ৬০ বৎসর হইল এই বিল ভরাট হইয়া ধান্ত ক্ষেত্রে পরিণত হইয়াছে । কিরঞ্জির বিল—ম্প্রসিদ্ধ আইরল বিলের পরে এরূপ সুবৃহৎ বিল ঢাকা জেলায় আর দ্বিতীয়ট নাই। উত্তর পশ্চিমে মাণিকগঞ্জ, এবং দক্ষিণ পূৰ্ব্ব দিকে নবাবগঞ্জ। কালীগঙ্গা নদী এই বিলের মধ্যদিয়া প্রবাহিত। চান্দর, আগলা, সোল, সিঙ্গৈর, সিঙ্গরা, ভৃতি গ্রাম এই বিলের পাড়ে অবস্থিত। শিকারীপাড়া গ্রাম এই বিলের মধ্যে পড়িয়াছে। নলগোড়া বিল, জালনি বিল, নাড়াঙ্গি বিল, নওগাকাঠারর বিল, ঘোষপাড়ার বিল, প্রভৃতি নবাবগঞ্জ থানায় অবস্থিত। এই সমুদয় বিলে বারমাসই জল থাকে। কলাকোপার বিল, খাড়ই বিল, গোজড় বল, বান্দুরার বিল প্রভৃতি আরও ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা বিল আছে। এই সমস্ত বিলে বারমাস জল থাকে না। নদী মাতৃক ঢাকা জেলাতে প্রকৃতির স্বহস্ত রচিত ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটী বিলের অবস্থান পরিলক্ষিত হয়। নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্গত রায়পুরা অঞ্চলে এই প্রকার কতিপয় জলাশয় বিদ্যমান আছে। স্থানীয় ( , ) Mr. A. B. sen's report.