পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] বিল ও ঝিল । br* জন সাধারণ এই সমুদয় জলাশয়কে “কুর” বলিয়া থাকে। ইহার মধ্যে মহেশপুরের কুর, গোকুল নগরের কুর, এবং আমিরাবাদের কুর সর্বপেক্ষা উল্লেখ যোগ্য। এই কুরগুলির জল অত্যন্ত সুস্বাদু, স্বচ্ছ ও তরল । নদ নদীর প্রবাহ পরিবর্তন এই জেলার বিশেষত্ব, তাহ পূর্বেই প্রদর্শিত হইয়াছে। ব্ৰহ্মপুত্র, মেঘনাদ ও উহাদিগের শাখানদী সমূহের প্রবাহের নিত্য পরিবর্তন হেতু স্থলভাগ জলে এবং জলভাগ স্থলে সৰ্ব্বদাই পরিণত হইয়াছে। নদী গুলির প্রবাহ পরিবর্তনের বিষয় আলোচনা করিলে ইহা সহজেই উপলব্ধি হয় যে, ব্রহ্মপুত্র ও মেঘনাদের সন্নিকটবৰ্ত্তী রায়পুর অঞ্চলের ঝিলগুলি উক্ত নিয়মেই হইয়াছে। মহেশপুরের কুর*—এই কুরটার প্রাকৃতিক সংস্থান অতি সুন্দর। ইহা অাকিয়া বাকিয়া প্রায় এক মাইল স্থান ব্যাপিয়া রহিয়াছে। প্রবাদ এই যে, ইহার জলপান করিয়া পূৰ্ব্বে অনেক লোক নিরাময় হইয়াছে। আকরিক পদার্থের সংমিশ্রণ জন্ত ইহার জলরাশির এরূপ অদ্ভুত রোগ মুক্তির ক্ষমতা থাকা আশ্চৰ্য্য নহে বলিয়া কেহ কেহ অনুমান করিয়া থাকেন। সোনার গর্ণ পরগণার লাক্ষ্যাও মেঘনাদ তীরবর্তী স্থান সমূহের মৃত্তিক রক্ত বর্ণ, উহাতে অভ্র ও লৌহের সংমিশ্রণ রহিয়াছে বলিয়া ভূতত্ত্ব বিদ্‌ পণ্ডিতগণ অনুমান করেন। সুতরাং উক্ত প্রবাদ বাক্য একেবারে উপেক্ষণীয় নহে ।

  • প্রতিস্তী ১০১৮ চৈত্র সংখ্য ।