পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ অঃ ] প্রসিদ্ধ বক্স। సెb বুয়েলপুর, আলোর, আলমপুর, শিতলখোলা, বারৈখালী প্রভৃতি গ্রামের মধ্যদিয়া চুড়াইনের নিকটে স্বৰ্দ্দার রাস্তার সহিত মিলিত হইয়াছে। আসোরা হইতে ইহার অপর একটী শাখা ষোলঘর, চানচিদ, বায়ারকোল প্রভৃতি স্থান হইয়া মুরপুর পর্যন্ত বিস্তৃত। অপর শাখাটী রাঙ্গামালিয়া হইয়া স্বরাজদী পর্য্যন্ত বিস্তৃত ; এবং তথা হইতে একটা রাস্ত মীরগঞ্জ, আবদুল্লাপুর, মীরকাদিম, ফিরিঙ্গি বাজার প্রভৃতি স্থানের মধ্যদিয়া ইছামতী তীর বর্তী ইদ্রাকপুর পর্য্যন্ত সম্প্রসারিত হইয়াছে। মীরগঞ্জ হইতে ইহার একটা ক্ষুদ্র শাখা মুগুটচিন পৰ্য্যস্ত অগ্রসর হইয়াছে। অপর রাস্তাট তুন্দকিচেল অভিমুখে চলিয়া গিয়াছে। ঢাকা হইতে একটী রাস্তা জাফরাবাদ, মীরপুর, সিবদী, পাচকুণিয়া, সালিপুর, বা গুরতা, সামপুর, জামেরা, বুরারিয়া, সাভার, মকুলিয়া, বারিগাও, ধামরাই হইয়া দিনাজপুরও রঙ্গপুর অভিমুখে চলিয়া গিয়াছে। ঢাকা হইতে অপর একটী রাস্তা, বস্থর বাগান, আম্বাস ব্রিজ এবং তেজগায়ের সন্নিকটবৰ্ত্তী ফরাসী ও ওলন্দাজদিগের বাগানের পাশ্ব দেশ স্পর্শ করতঃ নিয়াহাট, সলপুর, এবং টঙ্গীরপুলের উপর দিয়া চলিয়া গিয়াছে। অপর একটী রাস্ত নূনপাড়, নওরাহাট, ইছাপুর, বেলন, মুতারাগঞ্জ, হইয়া ভাওয়াল পর্য্যন্ত অগ্রসর হইয়াছে। তথা হইতে একটী শাখা বাহির হইয়া ফুলপাড়ার কিঞ্চিৎ দক্ষিণে টঙ্গীর রাস্তার সহিত মিলিত হইয়াছে। অপর একট প্রাচীন রাস্তা ঢাকা হইতে আরম্ভ করিয়া খামপুরও ফতুল্লা হইয়া নারায়ণগঞ্জ পর্যন্ত প্রসারিত ; এবং উহা লাক্ষা নদীর অপর তীর বস্তী বন্দর নামক স্থান হইতে কলাগাছিয়া, সোমাপুর, তিরেপুর, কুটাপুর, ফুলনী, ববচর হইয়া মেঘনাদ তীর পর্য্যস্ত বিস্তৃত। এই