পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ ঢাকার ইতিহাস। [ `भ ९ः রাস্ত দাউদ কান্দী হইয়৷ মতলবগঞ্জ, মহবৎপুর ও লক্ষ্মীপুরের মধ্য দিয় শ্রীহট্ট পৰ্য্যস্ত গিয়াছে। ঢাকা হইতে অপর একটী রাস্ত কায়েতপাড়া ও রূপগঞ্জ গ্রামের মধ্য দিয়া লক্ষ্যাতীর পর্য্যন্ত বিস্তৃত; এবং লাক্ষ্যা নদীর অপরতীর বৰ্ত্তী মোনাপাড়া, বালিয়া, পাচদোন, ভাটপাড়া, পারুলিয়া, কাপি, গুরবাড়িয়া, কুলচেদী, ছানাদিয়া, মুন্না, প্রভৃতি গ্রামের পাশ্ব দেশ ভেদ করিয়া এগার সিন্ধুর অপরতীরস্থ সাগরদী নামক স্থান পর্য্যন্ত প্রসারতা লাভ করিয়াছিল। পাচদৈানার কিঞ্চিং দক্ষিণ দিকে এই রাস্তাটা দ্বিধা বিভক্ত হইয়াছে, এবং অপর শাখাটী মেঘনাদ তারবর্তী নরসিংদী বন্দর পর্য্যন্ত গমন করিয়াছে। ১৫৪০ খৃন্ধে ডিবেরোস তদানীন্তন বাঙ্গালার একটা মানচিত্র অঙ্কিত করেন। উক্ত মানচিত্র অবলম্বন করিয়৷ ১৬৬০ অব্দে ভ্যান ডেক ব্রুক যে বঙ্গদেশের ম্যাপ &স্তত করিয়াছিলেন তাহাতে দেখাষায় যে একটী রাজপথ ঢাকা হইতে ধলেশ্বরী পার হইয়া পর পারে পীরপুর এবং ধলেশ্বরীও যমুনার বিচ্ছেদ স্থল বেদলিয়া দিয়া পাবনা জেলার অন্তৰ্ব্বত্তী শাহজাদপুর ও হাড়িয়াল পর্যন্ত গিয়াছে * । অপর একটী রাস্ত পদ্মার দক্ষিণ পাশ্ব দিয়া ফতেবাদ ( বর্তমান ফরিদপুর ) হইয়া ঢাকার অভিমুখে গিয়াছে। বৰ্দ্ধমান হইতে একটা রাস্তা সেলিমাবাদ, হুগলী, যশোহর, ভূষণ হইয়া সত্রজিৎপুর স্পর্শ করিয়া ধলেশ্বরী ও লাক্ষ্যা নদীর সঙ্গম স্থলে ইদ্রাকপুর পর্য্যন্ত অগ্রসর হইয়াছে।

  • Van Den Brouche's map in valentynes works-referred to by Dr. Blochmann,