পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ श्र:] প্রসিদ্ধ বন্ধু। :א( নূতনরাস্তা—ঢাকা হইতে খামপুর, ফতুল্লা, পাগল হইয় নারায়ণগঞ্জ পর্যন্ত ৮ মাইল বিস্তৃত পাকা রাস্তাটা ইংরেজ গবৰ্ণমেণ্টের ব্যয়ে নিৰ্ম্মিত হইয়াছে, এবং নারায়ণ গঞ্জের অপর তীরবর্তী নবীগঞ্জ নামক স্থান হইতে এই রাস্তাটা পুনরায় আরম্ভ হইয়া কাই কার টেক, ও মোগরা পাড়া হইয়া বৈদ্যেরবাজার পর্য্যন্ত ৭% মাইল প্রসারিত। এই উভয় রাস্তার ধারেই প্রকাগু বৃক্ষাদি রোপিত আছে। ঢাকা হইতে অপর একটা প্রসিদ্ধ রাস্ত টঙ্গী, সিঙ্গছাড়ি, উলুসার হইয়া টোক পৰ্য্যন্ত ৪৬ মাইল বিস্তৃত। এই সুবৃহৎ রাস্তাটা ডিষ্ট্রক্ট ফেরি ফাণ্ডের অর্থানুকুল্যে নিৰ্ম্মিত হইয়াছে। ইঙ্গই ঢাকা জেলার সৰ্ব্ব প্রধান পথ। এই রাস্তার উপরে স্থানে স্থানে পুল আছে। ইতিহাস প্রসিদ্ধ টঙ্গীর পুল এই রাস্তায় পড়িয়াছে। মোগল মুবাদার মীরজুমলা সৰ্ব্ব প্রথম এট রাস্তাটীর পন্তন ও পরিসমাপ্তি করেন বলিয়া অবগত হওয়া যায়। টঙ্গীর পুলটা মীরজুমলার নিৰ্ম্মিত বলিয়া জানা যায় ; কিন্তু কেহ কেহ বলেন সা টঙ্গী নামক জনৈক ফকির নবাব ইব্রান্তিম খণর সময়ে এই পুল প্রস্তুত করিয়াছিলেন। এই রাস্তার একটা শাখা কুদ্ধ হইয়া জয়দেবপুর পর্য্যন্ত ৫মাইল বিস্তৃত। ঢাকা সহব হইতে একটী অপেক্ষাকৃত ক্ষুদ্র রাস্ত ১৭• মাইল দূরবর্তী মগবাজার নামক স্থান পৰ্য্যন্ত প্রসারিত । মুন্সীগঞ্জ হইতে একটা ক্ষুদ্র রাস্তা ধলেশ্বরী তীরবর্তী বারুণীঘাট পর্য্যন্ত , মাইল বিস্তৃত । মুন্সীগঞ্জ হইতে অপর একটা রাস্ত ফিরিঙ্গি বাজার, রিকাববাজার, মীর কাদিম, আবদুল্লাপুর, তালতলী, ইছাপুর, সিঙ্গপাড়া হইয় ১৮ মাইল দূরবী শ্ৰীনগর নামক স্থান পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছে। এই রাস্তাট ১৮৬৬ খ্ৰীষ্টাব্দে আরম্ভ হইয় ৩৪ বৎসরের মধ্যে পরিসমাপ্ত হয়।