পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 ঢাকার ইতিহাস। { ১ম খঃ ঢাকা-গোয়ালন রাস্তা-এই বৃহৎ রাস্তাট তিন অংশে বিভক্ত। প্রথম অংশ ঢাকা হইতে আরম্ভ করিয়া শীলপুর, সুলতানগঞ্জ, জাফরাবাদ, প্রভৃতি গ্রামের পাশ্ব দেশ দিয়া মীরপুর পর্যন্ত ১১ মাইল বিস্তৃত। এই রাস্তাটর পাশ্বে গাছ আছে। দ্বিতীয় অংশ, মীরপুর হইতে গ্রামের মধ্যদিয়া তুরাগ নদীর পূৰ্ব্বতীয় পর্যন্ত বিস্তৃত এবং পুনরায় নদীর পশ্চিম তীর হইতে আরম্ভ করিয়া বৈলেরপুর, জামুর, হইয়া নন্দখালির নিকটে ধলেশ্বরী নদীর পূৰ্ব্বতীর পর্যন্ত প্রসারিত। ধলেশ্বরীর পশ্চিমতীর হইতে এই রাস্তাটা ভাকুন, জয়মগুপ, ও সিঙ্গৈর, হইয়া বায়ুর পর্য্যন্ত ১৬ মাইল বিস্তৃত। তৃতীয় অংশ বাঙ্গুর, বানিয়াজুরী, জোকা, মহাদেবপুর ও উগুলী প্রভৃতি গ্রাম ভেদ করিয়া বোয়ালীর নিকটে যমুনা-তীর পর্যন্ত অগ্রসর হইয়াছে। এই অংশের দৈর্ঘ্য ১৫॥• মাইল। পাশ্বে গাছ আছে। নবাবগঞ্জ হইতে একটী রাস্ত কলাকোপ, পাল্লামগঞ্জ হইয়া মৈনট পৰ্য্যন্ত ৭ মাইল বিস্তৃত । মৈনট হইতে একটা প্রাচীন রাস্ত পুরলিয়া নয়াবাড়ী, জালালদী, পশ্চিমচর, রোস্তমপুর, মনসুরাবাদ প্রভৃতি স্থানের নিকট দিয়া পদ্মাতীর পর্য্যন্ত গিয়াছে। কলাতিয়ার রাস্ত কেরাণীগঞ্জ, বরিশুর, খাগাইল প্রভৃতি গ্রামের মধ্যদিয়া আর্টি পৰ্য্যন্ত ৭ মাইল বিস্তৃত। ঝিটক হইতে এক রাস্ত কলতা সরুপাই হইয়। নবগ্রাম পৰ্য্যন্ত ৬৮০ মাইল বিস্তৃত । খামপুর হইতে একটী রাস্ত ফুলবাড়িয়া, কর্ণপাড়া হইয়া সাভার পৰ্য্যস্ত গিয়াছে। ডাঙ্গ হইতে পাকুরিয়া, মাত্রা, পাচদোনা, ও নরসিংদী পর্য্যন্ত ন৷০ মাইল ব্যাপী একটা রাস্ত আছে।