পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়। বন । ঢাকা জেলার উত্তরভাগ ভীষণ অরণ্যানি সস্কুল। এই অরণ্যানির পূৰ্ব্বভাগ ভাওয়ালের গড় এবং পশ্চিমভাগ কশিমপুরের গড় নামে পরিচিত। এই উভয় ভাগকেই মধুপুর বনভূমির অন্তর্গত বলিয়া নির্দেশ করা যাইতে পারে। এই জনসমাগমখুন্ত বিরল বসতি বিপুল অরণ্যানির মধ্যে স্থানে স্থানে মুবৃহৎ ইষ্টকস্তুপ ও বিশাল দীর্ঘিকা নয়নগোচর হয়। তাঙ্গ হইতে উপলব্ধি হয় যে, মধুপুর অঞ্চল এক সময়ে বিস্তৃত ও সমৃদ্ধ জনপদ ছিল। এই বিশাল অরণ্যানির কোথায়ও অযত্নগ্রথিত লতাবিতানে পুঞ্জীকৃত বনপুষ্প, কোথায়ও খণ্ড নীলিমা তুল্য বাপীজলে সলিললীলা-চঞ্চল শুভ্র জলজ ফুলদল, কানন কুন্তলা ধরিত্রীর খাম অঙ্গে শোভা পাইতেছে। ইহার পশ্চিমোত্তর অংশ প্রকাণ্ড বৃক্ষরাজি সমাচ্ছন্ন ও শ্বাপদ সম্বুল। অবস্থান-ঢাকা সম্বর হইতে এই বিশাল বনভূমি উত্তরে ৮. মাইল পর্যন্ত বিস্তৃত। টাঙ্গাইল মহকুমার অন্তর্গত পাথরঘাট হইতে ব্ৰহ্মপুত্রতীরবর্তী বেলাব নামক স্থান পর্যন্ত এই বনের পরিসর প্রায় ৪৫ মাইল হইবে। ইহার পশ্চিম দিকস্থ গগুশৈলমাল সমতল िआणक अिग्न १० ग्नेि श्रेष्ठ १•• ोि भीड उँछ। भक्रिय