পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిy ঢাকার ইতিহাস। ১ম খণ্ড হইয়াছে। ঐ মৃত্তিক ও বালুকারাশিতে জাস্তব ও উদ্ভিজ্জ পদার্থের চিচুমাত্রও পরিলক্ষিত হয় না। এই বনভূমির অবস্থান সম্বন্ধেও একটু বিশেষত্ব পরিলক্ষিত হইয়া থাকে। ইহার দক্ষিণ ও বাম ভাগস্থ ভূমি অতিশয় মিয়। পূৰ্ব্ব দিকস্থ গহ্বরশ্রেণী উত্তরে গাড়ো পাহাড়ের পাদদেশ পৰ্য্যন্ত এবং পূৰ্ব্ব দিকে, ত্রিপুরা ও চট্টগ্রামের গিরিমাল পর্যন্ত বিস্তৃত। ময়ন মতী পাহাড় ও লিমাই পৰ্ব্বতমালা এই গহবর মধ্যে অবস্থিত। এই উভয় গিরিমালার উৎপত্তি ও অবস্থান মধুপুর গড়েরই অনুরূপ সন্দেহ নাই। এই গহ্বর শ্রেণীর উত্তরাংশে শ্ৰীহট্ৰন্থ ঝিল সমূহ বিদ্যমান রহিয়াছে ; এবং এই নিম্ন ভূমির সমুদয় অংশই মেঘনাদ অথবা উহার শাখানদী ও উপনদী দ্বারা পরিবেষ্টিত। মিঃ হুকার, শ্ৰীহট্ট অঞ্চল পরিভ্রমণকালে, বায়ুমানযন্ত্র সহযোগে উক্ত ঝিল গুলির উচ্চতা নিৰ্দ্ধারণ করিতে প্রয়াস পাইয়াছিলেন। বঙ্গোপসাগরের নীলাম্বুরাশি হইতে ঐ ঝিলস্থ জলরাশির উচ্চতা অতি সামান্ত মাত্র অধিক বলিয়া তিনি লিপিবদ্ধ করিয়াছেন। মধুপুর গড়ের পশ্চিমদিকস্থ গহবর শ্রেণীর উচ্চতা সম্বন্ধে মেজর রেণেলও উল্লিখিত মত প্রকাশ করিয়াছেন। উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ব্ৰহ্মপুত্র নদের প্রবাহ পরিবর্তন সংঘটিত হইলে ঢাকা জেলাস্থ উক্ত গহবর শ্রেণীর বিশেষ পরিবর্তন সংসাধিত হইয়াছিল। ফলে উহা অনেক উচ্চতা লাভ করিয়াছিল। আইয়ল বিল, জমস, ধামরাই ও জয়পুরার নিম্ন ভূমি এবং চৌহাট কিল মধ্যে অদ্যাপি গম্বর শ্রেণীর চিকু পরিলক্ষিত হইয়া থাকে। মধুপুর বন নিরবচ্ছিন্ন শৈলমাল সমাকীর্ণ নহে, অথবা উচ্চ ভূমির নিরবচ্ছিন্ন সমাবেশও এখানে পরিলক্ষিত হয় না। ইতস্ততঃ ৰিক্ষিপ্ত গগুশৈলের স্থায়, মৃত্তিকার স্তুপ বিচ্ছিন্ন ভাবে অবস্থিতি

  • ്ട