পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] दन ! Y ex কাংশ ভূমি নিম্ন হইয়া পড়িয়াছে ইহা স্বীকার করা গেলেও ঢাকার উত্তরাংশ স্থিত ভূমিও যে এই কারণেই উচ্চ হইয়া পড়িতে পারে তাহ অস্বীকার করিবার কোনও কারণ দৃষ্ট হয় না" (১)। “মধুপুর অঞ্চলের অবস্থান এবং উহার প্রাকৃতিক পরিবর্তনাদির বিষয় পৰ্য্যালোচনা করিলে উপলব্ধি হইয়া থাকে যে, আংশিক উন্নতানত অবস্থা গঠন ও ক্ষয় নীতি অনুসারেই সংঘটিত হঠয়াছে । ১৮১৯ খৃঃ অব্দের ভীষণ ভূকম্পনে কচ্ছ প্রদেশের পশ্চিমাংশস্থিত কতক স্থানের স্ফীতি এবং তৎপাশ্ববর্তী অপরাংশের নিম্নতা প্রাপ্তির বিষয় অবগত হওয়া যায়” (২)। ব্ল্যান ফোর্ডের সিদ্ধান্ত আমাদিগের নিকটে সমীচীন বলিয়া বোধ হয় না। কারণ, পূৰ্ব্বেই উক্ত হইয়াছে যে, মধুপুর অঞ্চল নিরবচ্ছিন্ন শৈলমাল সমাকীর্ণ নহে। ইতস্ততঃ বিক্ষিপ্ত উচ্চ মৃত্তিক স্তুপ বিচ্ছিন্ন ভাবে অবস্থিতি করিতেছে। প্রথমস্তর স্থিত রক্তবর্ণ মৃত্তিকার নীচেষ্ট লাল বালুক রাশি পরিলক্ষিত হয়। কূপ খনন করির বিভিন্ন মৃৎস্তরের বিশ্লেষণ দ্বার নির্ণীত হইয়াছে যে, প্রাকৃতিক বিপ্লবের ফলে উহা কোনও কালে বিপৰ্য্যস্ত হয় নাই। নদী বাহিত পলিমাটির সঞ্চয় দ্বারাই প্রথমতঃ এই স্থান উন্নত হইয়া দক্ষিণ পূৰ্ব্বদিকে ক্রমশঃ নিম্নতা প্রাপ্ত হইয়াছে। পরে নদী স্রোতঃ যুগযুগান্তর ক্রমে ইঙ্গার বক্ষোদেশ বিদীর্ণ করিয়া প্রবাহিত হওয়ায়, প্রবল শ্রোতোবেগে ক্ষয় প্রাপ্ত হইয়া এতদঞ্চল উন্নতানত অবস্থা প্রাপ্ত হইয়াছে। রক্তবর্ণ মৃৎস্তরের সমাবেশ পরিলক্ষিত হওয়ার মনে হয়, বহু সহস্ৰ বৎসর পূৰ্ব্বে নদীর স্রোতোবাহিত যে পলিমাটি « » ) Mem-d. s. i. N. p. (14o); vii. P. (156). ( * : Geology of India by Modlicott and Blanford; and also Mr. A. C. Sen's report. "