পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ارو छाब्लिक अङांरुणर्षेौ शिष्णन । फ्रांरकईद्रो उांशंग्रहे शांशिङ दणिञ्च कषिडः হয়। ঢাকেশ্বরীর মন্দিরটা পুনঃ পুনঃ সংস্কৃত হইয় অভিনব আকারে পরিণত হইলেও উহার পশ্চাদ্ভাগ গ্রাম অবিকৃত রহিয়াছে। তদৃষ্টে উহা বহু প্রাচীন বলিয়াই মনে হয়। এজন্তই এই মন্দিরটর পশ্চাদ্ভাগের চিত্র প্রদর্শিত হইয়াছে। পূৰ্ব্ব বাঙ্গালার মোসলমান শাসনের প্রারম্ভ কালে রামপালের সন্নিকটে জগন্নাথ বণিক নামে এক সমৃদ্ধিশালী ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিল। জগন্নাথ নানা সৎকার্য্যে ধনরাশির বিনিয়োগ করিয়াছিল। কথিত আছে, ইনি অষ্টোত্তরশত দেউল প্রতিষ্ঠা ও বহুসংখ্যক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন । র্তাহার প্রতিষ্ঠিত বহুসংখ্যক দেউলের ভগ্নাবশেষ, ইষ্টকের স্তপাকারে জোড়াদেউল, গানাম, মুখবাসপুর, দেsসার, সোনারঙ্গ, প্রভৃতি গ্রামে পরিদৃষ্ট হইয় থাকে। দেউলগুলি বিপুলtয়তন ছিল বলিয়া অনুমিত হয়। এক একটা দেউলের ভগ্নাবশেষ দ্বারা কোন কোন স্থানে ২৩ বিঘা ভূমি, তৎচতুঃপাখস্থ ভূমি অপেক্ষা ৮৯ হাত উচ্চতা প্রাপ্ত হইয়াছে। জোড়াদেউল গ্রামে এইরূপ দুইট একস্থানে প্রতিষ্ঠিত ছিল বলিয়া উহা জোড়াদেউল নামে পরিচিত হইয়া পড়িয়াছে। অধুনা এই সমুদয় দেউলের গঠনপ্রণালী ও নিৰ্ম্মাণকৌশল জানিবার উপায় নাই। দেউলবাড়ী সমূহ থনন করিলে বহু পুরাতত্বের রহস্ত উদঘাটিত হইতে পারে বলিয়া আমাদিগের বিশ্বাস। রামপালের সমৃদ্ধির সময়ে এস্থানে তাতী, শাখার প্রভৃতি ব্যবসায়ীগণের জন্ত ভির ভিন্ন স্থান নিরূপিত ছিল। পানংটি, (পানিহাটী), শাখারী দীঘি, পাইকপাড়া প্রভৃতি স্থান রামপাল নগরীরই অন্তভূক্ত ছিল বলিয়া অনুমিত হয়। বল্লালচরিত পাঠে রামপালের অনতিদূরে ईशैबिांज़ेौ नांभक शंtनब्र अवशन अवश्रेष्ठ इ७ब्रां वांछ। ब्रांमनांगद्रः