পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ৰ জ: } क्लक् ि। Y S 6. কম পাট জন্মে না। সাতুরিয়ার পূর্বদিকস্থ সমতল ক্ষেত্রে, মধুপুর অঞ্চলের উচ্চভূমিতে, এবং মাণিকগঞ্জ মহকুমার উত্তরাংশে প্রচুর পাট উৎপন্ন হইয়া থাকে। হরিরামপুর, নবাবগঞ্জ ও শ্রীনগর থানায় এবং সাভারের উত্তর পশ্চিমাংশে অপেক্ষাকৃত কম জন্মে। মেঘনাদের চর গুমাতে উৎপন্ন পাটই সৰ্ব্বোৎকৃষ্ট বলিয়া পরিগণিত। নারায়ণগঞ্জ, ঢাকা, জাফরগঞ্জ, ধিংর, সাতুরা, বায়র, কোরাণীগঞ্জ, পাইন, কালীগঞ্জ, লাখপুর, তালতলা, লৌহজঙ্গ প্রভৃতি বন্দর ইষ্টতে প্রতি বৎসর প্রচুর পাট কলিকাতার রপ্তানি হইয় থাকে। কোন সময় হইতে এই জেলায় পাটের চাষ প্রথম আরম্ভ হইয়াছে, তাহা সুনিশ্চিত রূপে অবধারণ করা যায় না। শত বৎসর বয়স্ক প্রাচীন কৃষকের মুখেও শ্রত হওয়া যায় যে, তাহারা বাল্যকাল ঠইতেই ইহার চাষ দেখিয়া আসিতেছে। সম্ভবতঃ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, তুলার চাষ হ্রাস পাষ্টতে আরম্ভ করিলেই, এই অভিনব কৰিশিল্পের দিকে কৃষক দিগের দৃষ্টি আক্ষতি হইয়াছিল। কিন্তু তৎকালে প্রতিমণ পাট ॥• গাণার অধিক মূল্যে বিক্রীত হইত না (১)। পশ্চিমঢাকায় এই চাষের প্রবর্তন অনেক পরে ইয়াছিল। তথার কুমুমফুলের চাষ হ্রাস পাইবার সঙ্গে সঙ্গেই ইহার স্বচনা হয়। উৎপরের হার এই জেলার সর্বত্র সমান নহে। কোন অঞ্চলে কত মণ পাট প্রতি বিঘা জন্মিয় থাকে তাঙ্গ নিয়ে প্রদর্শিত ষ্টল :– ( ; ) Report on the Agriculture and Agricultural statistics of Dacca District by Mr. A. C. Sen. *****ः चण नाकेब बन भ• र: ****९ः আম্বে বৃদ্ধি পাইবা ২ টাকাতে SuDD DDBBS BBBB BBtDS DBS DDDtBBDDS