পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮ ঢাকার ইতিহাস। [** १७ ভূল উৎপন্ন হইত। বানার নদী তীরবর্তী কাপাসির গ্রামে এত ক্ষধিৰ পরিমাণে স্কুল জঙ্কিত যে, এজন্ত ঐস্থান কাপাদির বলিয়া পরিচিত কষ্টয়া পড়ে। তুলাসার, কাপাসপাড়, প্রভৃতি গ্রামেও যে পূৰ্ব্বে তৃলার চাষ হইত তাহ ঐ গ্রাম গুলির নাম দ্বারা স্বচিত হইতেছে। বানার নদীতীরবর্তী তুরগাও গ্রামে { এই গ্রাম কাপাসিয়া থানার ৩ মাইল উত্তরে অবস্থিত ) এবং রামপাল নামক স্থানে এখনও সামান্ত পরিমাণে তুলার চাষ হইয়া থাকে। বানটির নদীতীবী কতিপয় গ্রামে গাড়ো অধিবাসীগণ কর্তৃক তুলার চাষ অস্থাপি সংঘটিত হইতেছে। “ঢাকা সছরের ১২ মাইল দক্ষিণ পূৰ্ব্ব দিকে অবস্থিত ফিরিঙ্গিবাজার নামক স্থান হইতে আরম্ভ করিয়া ইদিলপুর পর্য্যন্ত প্রসারিত •• মাইল দীর্ঘ এবং ৩ মাইল প্রশস্ত মেঘনাদ তীরবর্তী ভূভাগে, অর্থাৎ কেদারপুর, বিক্রমপুর, রাজনগর, কাত্তিকপুর, হীরামপুর, এবং ইদিলপুর, প্রভৃতি পরগণায়, প্রথিবীর মধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট কাপাস জঙ্কিত বলির অবগত হওয়া যায়। মরিসস এবং বরবোন প্রবেশজাত তুলা প্রতীচ্যজগতে প্রতিষ্ঠালাভ করিলেও উহা ঢাকা জেলাস্থ উপরোক্ত স্থান সমূহের তুলার নিকটে অপৰ্ব্বষ্ট বলিয়া প্রতিপন্ন ছষ্টয়া ছিল (১)। সমুত্রের সান্নিধ্যই উৎকৃষ্ট কার্পাস উৎপত্তির कांब्र१ दगिष्ठ मनौदिश्रण श्ब्रि निकांख कब्रिप्राइन । णवशाख् नांनूरु মিশ্রিত পললম ভূমিতে উৎকৃষ্ট কাপাস জন্মিস্থা থাকে” ( )। ধলেশ্বরী নদী হইতে আরম্ভ করিয়া লাক্ষানদী তীরবর্তী রূপগঞ্জ बांबक शन भर्वीरू ०७ बाहेण विकृङ छूठां★, अद१ ५tग**ौननौज्ञ ,History of the Cotton manufacture of Dacca District ) × ( بیمه ( & ) Remarks of the Commercial Resident of Dacca in 1800. }