পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষি । bఉషి, উত্তরস্থিত ব্ৰহ্মপুত্র নদীতীরবর্তী কতিপয় স্থানেও খুব উৎকৃষ্ট কার্পাস জম্মিত ; বলম্বাখাল, ভাওয়াল, আলেপসিং, এবং রাজসাহী জিলান্তর্গত ভূষণ নামক স্থানেও অল্প পরিমাণে ফুটিতুল উৎপন্ন হইত। ১৮৯৭৯১ খৃঃ অন্ধে এই জাতীয় তুলা উৎপাদনের একবার চেষ্টা করা হয়, किङ्क उइ जक्णउज्ञास्त्र फब्रिम्नाष्ट्रिण नl (४ )। মি: টি, এল্যান, ওয়াইজ সাহেব ১৮৬৮ খৃঃ অন্ধের জুন মাসে ময়মনসিংহের জজ সাহেবের নিকটে এতদঞ্চলে তুলার চাষ প্রবর্তন করা সম্বন্ধে যে একখানি সুদীর্ঘ লিপি প্রেরণ করিয়া ছিলেন আমরা তাঙ্ক। চইতে কতকাংশ উদ্ধৃত করিয়া দিলাম —

  • ঢাকার পশ্চিমস্থিত সাতমঞ্জিল নামক স্থানে, কাপাসিয়া, সোনার গাঁও, ও বহরমপুর প্রভৃতি অঞ্চলে পূৰ্ব্বে যথেষ্ট পরিমাণে তুল উৎপন্ন হইত। কতিপয় বৎসর পূর্বেও ঐ সমুদয় স্থানে অতিউৎকৃষ্ট ভূল জন্মিত। “এই জেলার অধিকাংশ ভূমিই নদীর স্রোভোবাহিত পলিমাটি দ্বারা গঠিত। সুতরাং পার্শ্ববর্তী অন্তান্ত জেলার মৃত্তিক অপেক্ষ এই স্থানে। মৃত্তিক লঘুতর। ঢাকার উত্তরাংশের ভূমি সম্পূর্ণ পৃথক উপাদানে গঠিত। তথায় আবাদীভূমির পরিমাণ অনেক কম। ফলে ঐ স্থান ভীষণ শরণাণি সম্বুল হইয় পড়াছে। ঢাকার উত্তর পূর্বদিকস্থ কাপাসির গ্রাম জঙ্গলময় হইলেও তথায় তুলার চাষোপযোগী স্থানের অভাব নাই । ঢাকার “টেঙ্গর তুলা” জেলার উত্তরাংশস্থিত উচ্চ ও রক্তবর্ণ মৃত্তিকাতেই উৎপন্ন হুইয়া থাকে” ( ২ )

ঢাকা জেলার কোন অঞ্চলের ভূল উৎকৃষ্ট এবং কোন অঞ্চলের ( ; ) Letter from the Commercial Resident of Dacca to the Board of Trade, Calcutta dated 30th. Novembor 1800. ( & ) Narrative Cotton Hand Book.