পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] झशि । 3、> ঢাকা জেলার মৃত্তিক যে কার্পাস উৎপাদনের বিশেষ উপযোগী ভদ্বিয়ে সন্দেহ নাই (১)। কারণ পরীক্ষা দ্বারা জানা গিয়াছে যে, নদী বা সমুদ্রের চর, লোণ ভূমি, উচ্চ স্থান, কঙ্কর বা বালুকাময় স্থান সৰ্ব্বত্রই কার্পাসের চাষ হইতে পারে। ষে সকল ভূমিতে অন্তান্ত দ্রব্যের চাষ ভাল হয় না, সেরূপ স্থানেই ইহা উৎপন্ন হয়। অতিশয় আর্দ্র, কর্দমময়, আটাল মাটিতে তুলার চাষ ভাল হয় না ; এবং জমী অত্যধিক সারবান হইলে বুক্ষের তেজ অধিক হয়, সুতরাং অধিক তুলা জন্মে না। ফুলবাড়িয়া, কর্ণপাড়া, বানারতীরবর্তী রণভাওয়াল অঞ্চল, মাণিকগঞ্জ, সোনারগাও, বিক্রমপুর, কাপাসিয়ার নিকটবৰ্ত্তী সুতিপুর, টোক, বক্তাবলির চর প্রভৃতি স্থানে মিঃ প্রাইস ও ওয়াইজ সাহেবের কর্তৃত্বাধীনে কার্পাস উৎপাদনের চেষ্টা করা হইয়াছিল (২); কিন্তু তাহাদের চেষ্টা ফলবতী হয় নাই। অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের অভাবেই যে তাহদের উদ্যম ব্যর্থ হইয়াছিল তাহা অল্পমান করিবার কোনও কারণ নাই বলিয়া ওয়াইজ সাহেব বলিয়াছেন (৩) । , (; ) In parts of the Dacca district, Cotton of excellent quality can be, and has been, profitably grown, within he limits of the true Gangetic alluvium, but on lands actually subject to annual innudation” Narrative Cotton Handbook. Page 41. ( \ ) Ibid. (*) “Mr. J P Wise stated his belief that whatever causes the failure might be due, it ought not to be attributed to the Dacca district being unsuited for the growth of exotic CQutton