পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృశిg চাকার ইতিহাস। { ১ম থঃ তামাক-মেঘনাদ ও লাক্ষা তীরস্থ বালুকামিশ্ৰিত মাটিতে তামাক উৎপন্ন হয়। বিলাতী, দেশী, কাত্তাভোগী, দিবারজাত, বিলাইকানি, ৰাঙ্গল, ও হিঙ্গলী এই কয় প্রকার তামাক এই জেলায় জন্মিয় থাকে। পাট উঠিয়া গেলেই তামাকের চাষ আরম্ভ হয় । সাগর কন্দ আলু-মেঘনা ও ব্রহ্মপুত্রতীরস্থ বালুকাম ভূমিত সাগরকনা আলু বা মিঠ আলু প্রচুর পরিমাণে জন্মে। ভাদ্রমাসের oषाय छबैौरङ 5ष निद्रां कांब्रां गाशांशेरठ श्छ। अ&शह१ cोह মাসে আলু জন্মে। প্রতি বিঘার প্রায় ৩•/ মণ আলু প্রাপ্ত হওয়া যায়। কুসুম ফুল—পয়া ও ধলেশ্বরী নদী দ্বয়ের মধ্যস্থিত স্থান সমূঢ়, মাণিকগঞ্জ, হরিরামপুর, এবং নবাবগঞ্জ থানার এলাকায়, এবং বিক্রমপুরের কোনও কোনও স্থানে, পূৰ্ব্বে প্রচুর কুমুম ফুল উৎপন্ন হইত। বর্তমান সময়ে কুমুমফুলের চাষ একেবারে লোপ পাইয়াছে বলিলেও অভূক্তি হয় না। কেবল মাত্র, নবাবগঞ্জ, মাণিকগঞ্জ ও সাভার থানায় এবং ধলেশ্বরী নদী তীরবর্তী কয়েকটা গ্রামে এখনও সামান্ত পরিমাণে ইহার চাষ হইয়া থাকে। পাথর ঘাট গ্রামে উৎপন্ন কুমুম ফুলের রং সৰ্ব্বাপেক্ষ মনোরম। ইঙ্গার বীজ ইষ্টতে এক প্রকার তৈল প্রস্তুত হইতে পারে। /e সের বীজ হইতে /১ সের পরিমাণ তৈল প্রস্তুত করা যাক্টতে পারিত ; সরিষার তৈল অপেক্ষ ইহা দরে সস্তা ছিল ( ১ ) । ( > ) “An oil is procured from the seeds, which is used for burning ; it sells in the bazars at half the price of mustard oil”—Dr. Taylor's Topography of Dacca.