পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] কৃষি । లివ করিয়াছিলেন বলিয়া অবগত হওয়া যায় ( )। এক্ষণে শণের চাষ প্রায় উঠি যাইতেছে। মৎস্ত ধরিবার জাল এবং নৌকার "গুণ" প্রস্তুভ করিবার জন্তই এক্ষণে শণ ব্যবহৃত হইয়া থাকে। প্রতি বিঘায় ৩/ মৰ্ণ শণ উৎপাদন করা যাইতে পারে। শর্ষপ—এই জেলায় ত্ৰিবিধ প্রকারের শর্ষপ উৎপন্ন হয়। (১) মাঘী বা লাল শর্ষপ ; (২) রাই বা শ্বেত শর্ষপ ; (৩) কৃষ্ণ শর্ষপ । মাঘী শর্ষপ মাঘ মাসে উৎপন্ন হয় ; সাধারণতঃ ইহা চরা জমীতেই ভাল জন্তিয় থাকে। পুরাতন চরা জমী এবং মধুপুর অঞ্চলের উচ্চভূমি কৃষ্ণ শর্ষপ উৎপাদনের পক্ষে উপযোগী। প্রতি বিঘায় ১/ মৰ্ণ হইতে ৮/ মণ পৰ্য্যন্ত শর্ষপ জন্মিতে পারে। মুল—রামকৃষ্ণণী হইতে রাজানগর পর্যন্ত ইছামতী নদীতীরবর্তী ॐ्रश्नः गुम्न স্থানেই প্রচুর মুল উৎপন্ন হয়। রাজানগরের মুলা এই জেলার মধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট । - কুমরা ও লাউ-এই জেলায় যথেষ্ট জন্মে। কালিজিরা-ঢাকা সহরের সন্নিকটে সামান্ত পরিমাণে কালি জিরা উৎপন্ন হয়। কফি—ঢাকা সহরের উত্তরাংশে কফির চাষ হয়। চা—বহুপূৰ্ব্বে এই জেলার চার চাষের প্রবর্তন করা হইয়াছিল। ঢাকার স্বনাম থম্ভ স্বৰ্গীয় নবাব স্তার আবদুল গনি কে, সি, এস, অষ্টি মহোদয় তদীয় বেগুন বাড়ী নামক স্থানে এবং ভাওয়ালের স্বধৰ্ম্মনিরস্ত (*) Taylor's Topography of Dacca Page 137. ADBB BBBBB BB BBBD DDBBBBB BBD DD DDD DDDD করেন; ফলে কতিপয় ৰংগৰ পৰ্য্যত এই জেলায় প্রচুর শশের চাৰ চলিয়ছিল ।