পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ অঃ ] लिझ। وی ف মসলিন ত্রিপুরার মহারাজ এবং জস্তান্ত কতিপয় সন্ধান্ত পরিবার বর্গের জন্ত ঢাকাতে প্রস্তুত হইয়া থাকে। ৪০০ টাকা মূল্যের জামদানী মসলীনও মধ্যে মধ্যে প্রস্তুত করিতে দেখা যায় (১ ) ! ঢাকা সহর ব্যতীত নাস্তি, ডেম্বর, ধামরাই, কাচপুর, সিদ্ধিগঞ্জ প্রভৃতি স্থানেও জামদানী বস্ত্র প্রস্তুত হইয়া থাকে। ১৮ । মলমলখাস—দিল্লীর সম্রাটগণের ব্যবহারার্থ ইহা প্রস্তুত হইত। এই মসলীন এরূপ স্বক্ষ যে একটা অঙ্গুরীয়কের ছিদ্র দিয়া সমুদয় বস্ত্ৰ খণ্ড একদিক হইতে অপর দিকে টানিয়া নেওয়া যায়। দৈর্ঘ্য ১০ গজ, প্রস্থ ১ গজ ; ওজন ৮ly• আট তোলা ছয় আনা । মূল্য সাধারণতঃ ১০০ । প্রতান স্বত্র সংখ্যা ১৮•• হইতে ১৯• • । মলমলখাস মসলিন প্রস্তুত করিবার জন্য মুবাদারগণের নিয়োজিত স্বতন্ত্র লোক ঢাকা ও সোণারগায়ের কুঠীতে অবস্থান করিত। উহা মলমলখাসকুঠী নামে অভিহিত হইত। তন্তুবায়গণের কার্য্য পৰ্য্যবেক্ষণ করিবার জন্ত একজন দারোগ মলমলখাসকুঠায় অধ্যক্ষ স্বরূপ তথায় সৰ্ব্বদা অবস্থান করিতেন । তাতের কার্য্যে যাহার প্রতিষ্ঠা অর্জন করিয়াছে, এরূপ লোকদিগকেই মলথাস কুঠার কার্ধ্যে নিযুক্ত করা হইত। এই সমুদয় তত্ত্ববায়গণের নামের একখানা রেজেক্টরী বহি কুঠতে রাখা ইষ্টত। প্রত্যেক কাৰ্য্যকারক প্রত্যহ নির্দিষ্ট সময়ে কুঠতে উপস্থিত হইয়৷ কাৰ্য্য করিতেছে কিনা তদ্বিষয়ে তীক্ষ দৃষ্টি রাখা দারোগার কর্তব্য মধ্যে পরিগণিত ছিল (২) । ( > ) A Survey of the Industries and Resources of Eastern Bengal and Assam for 1907-1908, by. Mr G. N. Gupta M, A, i. C. S. (*) History of the Cotton manufacture of Dacca District.