পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९न च: ] चित्र । אלי

  • ঢাকা সম্বর ব্যতীত, গানের, বিলিখর, মাতাইল, দাগর প্রভৃতি স্থানের মোসলমান স্ত্রীলোকগণও ইহা প্রস্তুত করিশ্ন থাকে। কিন্তু ঢাকা নগরী এবং মাতাইল গ্রামই এই কার্য্যের জন্ত সবিশেষ প্রসিদ্ধ।

fi: sa sin “Cotton manufacture of Hindusthan” গ্রন্থে লিপিয়াছেন, "মসলিনের বয়ন কাৰ্য্য জলের নীচে সম্পন্ন হইয়া থাকে"। বলাবাহুল্য যে এই উক্তি নিতান্ত ভ্ৰমাত্মক। গ্রীষ্মকালে মসলিন বয়নকালে তত্ত্ববায়গণ তাতের নীচে জলপূর্ণ পাত্র রাখিয়া দিত। কারণ জলীয় বাষ্প উত্থিত হইয়া উহা স্থতার সংস্পর্শে আসিলে তানার স্বতাগুলি একটু নরম হইত সুতরাং স্বত্র ছিন্ন হইবার আশঙ্কা থাকিত না। এই প্রণালী অবলম্বিত হইত বলিয়াই বিদেশীয় লেখকগণের উক্ত রূপ ভ্রাত্ত ধারণা জন্মিয়াছিল সন্দেহ নাই। মসলিনের ছিট-ননসাহা, আনারান, কবুতরগুণী, সাকুত, পাছাদার, কুস্তিদার প্রভৃতি মসলিনের নানাবিধ ছিট পূৰ্ব্বে এখানে প্রস্তুত হইত বলিয়া অবগত হওয়া যায়। ভাত-১৮৪৬ খৃঃ অঙ্গে ঢাকা সহরে ১৫••, সোণায়গায় | ৭••, ডেমরাতে ৯••, তিতবদিতে ৩৬• এবং মুড়াপাড়, আবদুল্লাপুর ও অন্যান্ত স্থানে ৭••, সৰ্ব্বশুদ্ধ ৪১৬• খানা তাত ঢাকা জেলাতে প্রতিষ্ঠিত ছিল। - বস্ত্র ব্যবসা-১৮৩ খৃঃ অব্দে ঢাকা সইরে ৪৫••••\, সোণারগাধে ৩ ••••\, ডেমবাতে ২৫০০০০২ তিতবদিতে ১৪••••• টাকার মসলিন প্রস্তুত হইয়াছে। পূৰ্ব্বে ঢাকার বস্ত্র ব্যবসায় সাধারণতঃ হিন্দু, মোগল, পাঠান, বানা, আরমাণী, গ্ৰীক, পর্তুগীজ, ইংরেজ, ফরাসী ও দিনেমার বণিকগণের হস্তে ছিল। কিন্তু এক্ষণে হিন্দু দিগের হস্তেই ইহু! গুস্ত রচিয়াছে।