পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ՊԵ ঢাকার ইতিহাস । | भक्ष ९: ঢাকায় ইংরেজবণিকগণের কুঠী স্থাপন—১৬৬৬ খৃঃ অকে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর বণিকগণ ঢাকাতে বাণিজ্যকুণ্ঠী সংস্থাপন করেন (১)। কিন্তু কেহ কেহ অনুমান করেন যে, ১৬৬০ খৃঃ অন্ধের পরে ১৬৬৬ খৃঃ অন্ধ মধ্যে কুঠী সংস্থাপিত হইয়াছিল। কারণ ১৬৬৬ খৃঃ অন্ধে টেভারণিয়ার ঢাকায় ইংরেজকুঠ সন্দর্শন করিয়াছিলেন বলিয়া অবগত হওয়া যায়। কিন্তু ১৬৬৬ খৃঃ অন্ধে কি তৎপূৰ্ব্বে কুঠ স্থাপিত হইলেও ১৬৬৮ খৃঃ অন্ধের পূৰ্ব্বে উহা কোম্পানীর কর্তৃপক্ষীয় গণের অনুমোদন প্রাপ্ত হয় নাই (২ )। ঢাকার ভিক্টোরিয়া পার্কের পশ্চিমে, যে স্থানে ঢাকা কলেজের মুরম্য অট্টালিকা বিরাজমান রহিয়াছে, তথায় ইংরেজ কোম্পানীর " কুষ্ঠা প্রতিষ্ঠিত ছিল। ১৬৬৬ খৃঃ অব্দে মিঃ প্রাট ঢাকা কুঠার অধ্যক্ষ ছিলেন। একখানা ক্ষুদ্র একতল অট্টালিকা, তন্মধ্যে একটা সুপ্রশস্ত কক্ষ, এবং কর্মচারী বর্গের বাসোপযোগী কয়েক খান ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ (5) “The English factory was started about the year—1666" Bowrey, (*) In a letter to Hughly dated 24th Jany. 1668, the Court Comment on information received in the previous year that “Dacca is place that will vend much Europe Goods, and that the best Cossacs, mullmulls may then be procured.” If the factory at Hughly were of opinion that the settling a factory at Dacca would result in a large sale of broad cloth they had liberty given them to send 2 or 3 fit persons thither to reside". Letter Book No 4.