পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b's ঢাকার ইতিহাস। [**: १७ সম্রাট ফেরোখসিয়ার ইংরাজ কোম্পানীর বাণিজ্যগুপ্ত রহিত করিয়া দিলে,১৭২ খৃ:অন্ধহইতে ১৭৩০ খৃঃঅঃমধ্যে ঢাকায় একটা স্বপ্রশস্ত নূতন বাণিজ্যকুঠী নির্মিত হইয়াছিল (১)। প্রশস্ত প্রাঙ্গণ মধ্যে সমচতুষ্কোণাকার একটী অট্টালিকা, এবং শ্রেণীবন্ধ ভাবে অনেকগুলি পণ্যাগার এই সময়ে নির্মিত হয়। প্রাঙ্গণ মধ্যেই কুঠিয়াল সাহেবগণের বাসোপযোগী একটী অট্টালিকা, শ্রমজীবিগণের কার্য্য করিবার গৃহ, গাট বাধিবার জন্য স্বতন্ত্র প্রকোষ্ঠ, একটা আফিস কক্ষ, ভৃত্য ও সিপাহী শাস্ত্রী গণের নিমিত্ত কয়েকখানা গৃহ, অবস্থিত ছিল । কৰ্ম্মচারীগণের বেতন-কুঠীর অধ্যক্ষ ও তদীয় সহকারী বর্গ অতি সামান্ত বেতন মাত্র প্রাপ্ত হইতেন। কিন্তু স্বীয় নামে স্বতন্ত্র ভাবে ব্যবসায় করিবার অধিকারও তাঁহাদের ছিল । থোরাকী খরচ কোম্পানীই বহন করিতেন ( ২ )। ১৭৫৬ খৃঃ অন্ধে যে সমুদয় ব্যক্তিবর্গের হস্তে ঢাকার কুঠীর ভার দ্যস্ত ছিল তাহাদিগের নাম, বয়স এবং বেতনাদির একটা তালিকা প্রদত্ত झठेत (७) । নাম আগমনের তারিখ বয়স বেতন পদ। রিচার্ড বিচার – ২৮১৭৪৩, ৩৫ ৪^ কুঠীর অধ্যক্ষ

    • f*n atrix- set.»nase, so ses Second at Dacca.

(3) History of Cotton Manufacture of Dacca Disrict. (*) “A common table was maintained at the factory, at the expense of the Company". (•) See Appendix V. Pages 411 and 412: Hill's Bengal Recorás vol. IlI.