পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty ঢাকার ইতিহাস। [*श १: ঢাকায় ফরাসী কৃষ্ঠা—ফরাসীগণ বাণিজ্য ব্যপদেশে ১৬৮ খৃ: অন্ধে বঙ্গদেশে আগমন করিলেও ১৭২৬ খৃঃ অন্ধের পূৰ্ব্বে ইহার ঢাকায় বানিজ্য ব্যবসায় আরম্ভ করিতে পারেন নাই। প্রথমত: ইহার দেশীয় দালালগণের মধ্যস্থতায় দ্রব্যাদি খরিদ করিতেন, কিন্তু ১৭৪৭৪১ খৃঃ অব্দে যখন নওয়াজিস মহম্মদ খাঁ ঢাকার নায়েব নাজিম পদে প্রতিষ্ঠিত ছিলেন, তখন দুইজন ফরাসী দেশীয় এজেণ্ট ঢাকায় আগমন পূর্বক এখানে বাণিজ্যকুঠ সংস্থাপনের অধিকার প্রাপ্ত হন। ইহার ঢাকাতে একটা "গঞ্জ” বা বাজার খরিদ করিয়া উহ। "ফরাসগঞ্জ” নামে অভিহিত করেন, এবং তেজগাও নামক স্থানে কতিপয় অট্টালিকা নিৰ্ম্মাণ-পূর্বক বানিজ্য আরম্ভ করেন। ঢাকার নবাব বাহাদুরের আসানমঞ্জিল প্রাসাদের প্রাঙ্গণ মধ্যস্থিত পুষ্করিণীর পারে ফরাসীদিগের বাণিজ্যকুঠ প্রতিষ্ঠিত ছিল। ১৭৫৬ খৃঃ অব্দে নবাব সিরাজদ্দৌলা কর্তৃক কলিকাতাস্থিত ইংরেজ কোম্পানীর কুঠী অধিকৃত হইলে ঢাকার কুঠীও নবাবের হস্তে পতিত হয়। এই সময়ে মেঃ বিচার, স্তুে ফটন, হাইওম্যান, কার্টার, ওয়ালার, জনষ্টন, কাডমোর প্রভৃতি ইংরেজকৰ্ম্মচারীবর্গ এবং কতিপয় ইংরাজমহিলা ঢাকার ফরাসী কুঠতে আশ্রয় প্রাপ্ত হইয়াছিলেন । *

  • উইলিয়ম সামার এই সময়ে কলিকাতায় ছিলেন। সুতরাং স্তুে ফটন, হাইণ্ডম্যান, ওয়ালায়, কাটিয়ার, জনষ্টন, লেস্টেনেন্ট কাডমোর (ইনি ঢাকার সৈন্তাধ্যক্ষ ছিলেন , উইলসন (কোম্পানীর ডাক্তার), শিশুপুত্র সহ মিসেস বিচার, বিলেগ ७ब्राग्न ठेरेरू, भिन शर्षिः अझठिएक कब्रांनौ कूणैद्र जशक्र बनिद्राब्र काँtनब्र अठिभ গ্রক্ষণ কখ্রিস্তে হইয়াছিল।