পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२* श्र:] विल्ल । Գեr: ইংরাজ শাসন সময়ে ঢাকার বস্ত্রব্যবসায়—১৭৬৫ খৃঃ অন্ধের পূর্ব পর্যন্ত ইংলও হইতে আনীত অর্থ দ্বারাই ইংরেজ কোম্পানী ঢাকার বস্ত্র ব্যবসায় চালাইয়াছিলেন, কিন্তু বঙ্গ বিহার ও উড়িষ্যার দেওয়ানী সনন্দ লাভ করিবার পরে এই নিয়মের ব্যতিক্রম ঘটিয়াছিল। ওখন উছার প্রাদেশিক রাজস্ব হইতেই ব্যবসায়সংক্রান্ত যাবতীয় খরচ নিৰ্ব্বাহ করিতে আরম্ভ করেন। এই সময় হইতে ঢাকায় ইংরেজ কোম্পানীর বাৎসরিক মজুত মাল দ্বিগুণ বৃদ্ধি প্রাপ্ত হইয়াছিল। এই সময়েই বেসরকারী ব্যবসায়ী গণ এতদ্দেশীয় মুছুীগণের নিকট হইতে মূল ধন গ্রহণ করিয়া বানিজ্য করিতে আরম্ভ করেন। ১৭৯৩ খু: অব্দে ইংরেজ কোম্পানী দশ লক্ষ টাকার এবং বেসরকারী ব্যবসায়ীগণ বিশলক্ষ টাকার বস্ত্র ঢাকা হইতে বিভিন্ন স্থানে রপ্তানি করিয়াছিলেন বলিয়া অবগত হওয়া যায়। ১৭৯৩ খুঃ অব্দে ১৭•২৮৯ পাউণ্ড ( ১৩৬২.৫৪ ) মূল্যের বস্ত্র এখান হইতে রপ্তানি হইয়াছিল। ইহার মধ্যে ইষ্টইণ্ডিয়া কোম্পানী ৭৭৬৪ • পাউণ্ড, বেসরকারী ইংরেজ বনিকগণ ৫৮৫৩৫ পাউণ্ড, এবং হিন্দু ও অন্তান্ত ব্যবসায়ীগণ ২৪-৯৪ পাউণ্ড মূল্যের বস্ত্র রপ্তানি করেন। ১৭৯• হইতে ১৭৯৯ জদের মধ্যে ঢাকা কুঠীর অধীনস্থ অন্তান্ত আড়ং হইতে ১৩৬২৬-১৮U৬ টাকার বস্ত্র খরিদ হইয়া নানা স্থানে প্রেরিত হইয়াছিল। ১৭৮৭ খৃঃ অন্ধে লাঙ্কালায়ারে ৪১টা মাত্র সুতার কল প্রতিষ্ঠিত ছিগ বলিয়া অবগত হওয়া যায় । ঐ বৎসর ঢাকার গুস্কাগার হইতে e•••••• টাকার ( খরিদ্র ) বস্ত্র বিদেশে প্রেরিত হয়। এই সময়েই ঢাকার বস্ত্র শিল্প উন্নতির চরম সীমায় উপনীত হইয়াছিল। दशंब्र श्रृंब झझे८ङझे छांकांग्र दह्य लिटब्रग्न जदनङि चांब्रछ श्छ।