পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象〉8 ঢাকার ইতিহাস । { ১ম খঃ কর্দমসংযুক্ত নরম মৃত্তিকার ঢিপির উপরে একটা ভগ্ন কড়ি অথবা কবুতর কি কচ্ছপডিম্বের খোলা সংস্থাপন পূর্বক টাকুয়ার নিয়াগ্র ভাগ উছাতে ঈষৎ বঙ্কিমভাবে রক্ষা করিয়া দক্ষিণ হন্তের অনামিক ও বৃদ্ধাঙ্গুষ্ঠের সাহায্যে উৎ ঘুরাইতে হয় ; এবং বাম হন্তে তুলার পাজার টাকুয়ার অগ্রভাগ স্পর্শ করিয়া ধীরে ধীরে ক্রমশঃ পজিটা উপরের দিকে উঠাইতে হয়। এরূপ করিলেই তুলার জাশ হইতে স্থতা প্রস্তুত হইতে থাকে। প্রথমতঃ তুলা উত্তম রূপে ধৌত করিয়া গুস্ক করিয়া লইতে হয় । অতঃপর চরকা ও ডলনকাষ্ঠীর সাহায্যে ভোগ জাতীয় অপকৃষ্ট ভূল এবং ডলনকাঠীর সাহায্যে উৎকৃষ্ট মসলীন নিৰ্ম্মাণোপযোগী স্থতার তুলা পরিষ্কৃত করিতে হয়। তুল পরিষ্কৃত করা হইলে পরে উহা "পঞ্জিতে’ হয়। ক্ষুদ্র বংশদও নিৰ্ম্মিত ধনুকে পখাদির নাড়ীর স্বল্প তার অথবা মুগার স্বল্প স্বত্র সংযোগ করিয়া উহার ছিল প্রস্তুত করিয়া লষ্টতে হয়। এই যন্ত্র সাহায্যে তুলা ধুনিতে হয়। তুলা ধুনিবার পূৰ্ব্বে উহা অাচড়াইয় লওয়া হয়। বোয়াল মৎস্তের জোয়ালের হাড় দ্বার। জাচড়াইবার যন্ত্ৰটী গুস্তুত হইয়া থাকে। জোয়ালের হাড়ে বোয়াল মৎস্তের ষে ক্ষুদ্র দস্তুপাটকা আছে তাহ তুলা আঁচড়াইবার পক্ষে বিশেষ উপযোগী বলিয়া তত্ত্ববায়গণ বলিয়া থাকে । “ধুনা" হইয় গেলে তুলার “পাঙ্গ” চিতল অথবা কুচিল। মৎস্তের শুষ্ক খোলার মধ্যে জড়াইয়া রাখিতে হয়। সুতরাং তুলায় ধূলা জখৰ শৈত্য লাগিতে পারে না। जांशबभद्ध: जडेनिश इहेरठ बिश्श९ वर्णब्र बहरु श्लूि ब्रमौजनहे হুঙ্ক স্বত্র নির্মাণ করিতেন । ত্রিংশত বৎসর উত্তীর্ণ হইলেই তাহাদিগের