পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩শ অঃ ] শিল্প । १२१ ফুল, প্রভৃতি নানাবিধ দ্রব্য শঙ্খ হইতে প্রস্তুত হইয়া থাকে। শম্বকারগণ এই সমুদয় দ্রব্যের উপরে নানা প্রকার কারুকার্য্য খচিত করে। বিবিধ কারূকার্য্য সমন্বিত লতাবাল, শঙ্খবালা, উপরবেণী, উপয়শখ, লতাসাপ, গোলাপা, মকরমুখে, চেনবাল, বকৃলস চুড়ি প্রভৃতির শিল্প নৈপুণ্যের খ্যাতি বঙ্গ প্রসিদ্ধ। এই সমুদয় শখ লঙ্কাদ্বীপ, মাত্রাজ উপকূল, ও বোম্বাই প্রদেশ হইতে ঢাকাতে আমদানী হয়। সাধারণতঃ লঙ্কাদ্বীপ হটতে তিতকৌড়ি শঙ্খ, সেতুবন্ধ রামেশ্বর কইতে জাহাঙ্গী, ধলা ও পটী শখ এবং মাদ্রাজ উপকূল কষ্টতে গড়বাকী শঙ্খ কলিকাতা হইয়। চাকাতে আমদানী হইয়া থাকে। স্বরতি, ফুয়ানপটী, ও আলাবিলা শঙ্খই সৰ্ব্বোৎকৃষ্ট। গতি বৎসর সমুদ্র উপকূল হইতে প্রায় লক্ষ টাকার শঙ্খ ঢাকাতে আমদানী হয় ; এবং ঢাকা হইতে প্রায় ৫ লক্ষ টাকার নানাবিধ শাখার দ্রব্য ভারতের নানা স্থানে প্রেরিত হয় । এষ্ট শিল্প সম্বন্ধে গভর্ণমেণ্টের দৃষ্টি আকৰ্ষিত হওয়া কৰ্ত্তব্য। টিউটকরিন প্রভৃতি স্থানের শখ ভরতগৰৰ্ণমেণ্টের হস্তে এক চেটিয়া ; সুতরাং ইচ্ছা করিলে গবৰ্ণমেণ্ট শখ ব্যবসায়ীদিগকে উৎ সুবিধায় বিক্রয় করিতে পারেন। তাই কষ্টলেই টকাদিগের যখে৯ সাহায্য করা হইল বলিয়া বিবেচনা করা বাইতে পারে। ঢাকার প্রেমচাঁদ মুর, দ্বারিকানাথ নাগ প্রভৃতি কারিগরের তৈয়ারি শাখার দ্রব্য ৰঙ্গ প্রসিদ্ধ। (গ) সাৰান । ঢাকা সহরে সাবানের একটী কারখানা আছে, তাক “বুলবুল সোপ ফ্যাক্টরী” নামে পরিচিত। প্রায় ••••• টাকা মূলধন লইর এই