পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ス&bo ঢাকার ইতিহাস । { ১ম খঃ ফ্যাক্টরীট প্রতিষ্ঠিত হইয়াছিল। ১৯০৫ খৃ; অব্দের কলিকাতা শিল্পপ্রদর্শনীতে ঢাকার বুলবুল সাবানই দেশীয় সাবাক্সের মধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট বলিয়া প্রমাণিত হইয়াছে। দেশী সাবান । সাবান প্রস্তুত প্রণালী সম্ভবতঃ মোসলমানগণই সৰ্ব্বপ্রথমে এতদেশে প্রচলিত করিয়া ছিলেন। “সাবুন” এই আরবী শব্দ হইতেই সাবান শব্দের উৎপত্তি হইয়াছে। ঢাকার বাঙ্গাল সাবান এক সময়ে সমগ্রভারতের মধ্যে প্রতিষ্ঠা লাভ করিয়াছিল। ঢাকাই তৎকালে ভারতের অন্যান্ত প্রদেশের সাবানের অভাব মোচন করিত। সুদূর বলোর এবং জিদার বন্দরেও অপৰ্যাপ্ত পরিমাণে ঢাকার সাবান বিক্রীত হইত ( ১ )। বাঙ্গল সাবান নিম্নলিখিত উপাদানে প্রস্তুত হইত ( ২ ) শামুকের চুণ— ه٪ره لا সাজিমাট— ১৬/০ লবণ— t/e তিলতৈল— ১২/e झोझरिँ– Įst evolt (ঘ) স্বর্ণ ও রৌপ্যের কারুকার্য্য। ঢাকার কৰ্ম্মকায়গণের শিল্পচাতুৰ্য্য বঙ্গপ্রসিদ্ধ। স্বর্ণ ও রৌপ্যলঙ্কারের উপর ইছারা এরূপ স্বল্প কারুকার্য ফলাইতে পারে যে তদৃষ্টি ( > ) Vide History of the Cotton Manufacture of Dacca Distnict. (3 ) Ibid.