পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩শ অঃ ] लेिझ । ই২৯ বিস্ময়াষ্টি হইতে হয়। ঢাকাই কৰ্ম্মকারগণের আর একটী বিশেষত্ব এই যে ইহার অতি অল্প পরিমাণ স্বর্ণ দ্বারা নানাবিধ অলঙ্কার প্রস্তুত করিতে পারে। বঙ্গের অন্তান্ত স্থানের কৰ্ম্মকারগণ এই বিষয়ে ঢাকার কৰ্ম্মকারগণের সমকক্ষ নহেন। প্রায় দ্বাদশ বৎসর অতিবাহিত হইল ইরানের বাদশাহ ঢাকার অবদান কল্পতরু প্রাতঃস্মরণীয় স্বৰ্গীয় নবাব স্তার আসান উল্লা বাহাদুর কে, সি, আই, ই মহোদয়ের নিকটে ঢাকার ইতিম্বালপ্রসিদ্ধ প্রাচীন হুসনী দালানের একথানা আলোক চিত্র প্রেরণের জন্য অনুরোধ করেন। স্বধু সামান্ত একথান আলোক চিত্র স্বদুর প্রদেশে প্রেরণ করা স্বৰ্গীয় নবাব বাহাদুরের মনে ভাল লাগিল না। তিনি ঢাকার স্বপ্রসিদ্ধ কারিকর আনন্দ হরির হস্তে ইমামবাড়ার একখানা স্বর্ণ ও রৌপ্য তার নিৰ্ম্মিত প্রতিকৃতি নিৰ্ম্মাণ করিবার ভার অর্পণ করেন। আনন্দ হরিও স্বীয় গুণপন প্রদর্শনের উপযুক্ত অবসর প্রাপ্ত হইয় অতি সুচারুরূপে কার্যাট সম্পন্ন করেন। আমরা স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিয়াছি। নবাব বাহাদুরের “আসান মঞ্জিল” প্রাসাদের উক্ত প্রকার একথান প্রতিকৃতিও প্রস্তুত করিয়া আনন্দহরি বিস্তর প্রশংসা লাভ করিয়াছিল । র্যাহার ঢাকার ইতিহাস প্রসিদ্ধ জন্মাষ্টমীর মিলিল প্রত্যক্ষ করিয়াছেন র্তাহারা সকলেই বোধ হয় এক বাক্যে স্বীকার করিবেন ৰে মিলিলের অগ্রগামী কুঞ্জয়যুথের মস্তকোপরি পরিশোভিত সুবর্ণ ও রৌপ্য নিৰ্ম্মিত মুকুট গুলি এবং নানা কারুকার্য খচিত রৌপ্য ও হিরন্ময় ছোট চৌকী সমূহ শিল্পচাতুৰ্য্যে ও কলানৈপুণ্যে সমগ্র বদদেশ মধ্যে শ্রেষ্ঠ স্থান লts করিতে সমর্থ হইয়াছে। নানাবিধ স্বর্ণালঙ্কার প্রস্তুত বিষয়ে গোপী কৰ্শ্বকার বর্তমান সময়ে ঢাকার মধ্যে স্থপ্রসিদ্ধ।