পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩শ অঃ ] थिझ । ఇరి প্রতিষ্ঠিত করিয়াছেন। ঢাকার স্বপ্রসিদ্ধ কারিকর ত্রযুক্ত কানাইলাল কৰ্ম্মকারের তত্ত্বাবধানে ইহা প্রথমে পরিচালিত হয়। লৌহের নানাবিধ ঢালাই কাজ এই কারখানায় সংঘটিত হইয়া থাকে। (ছ) পিতল, তাম্র ও কাংস্ত পাত্র । ঢাকা সহরের ঠাঠারি বাজার মঙ্গরাল, ধামরাই গ্রামে পিতল, তাম্রও কাংস্ত নিৰ্ম্মিত নানাবিধ দ্রব্য প্রস্তুত হইয় থাকে । লৌহজঙ্গ ও নবাবগঞ্জ থানার এলাকাভূক্ত কোনও কোনও স্থানেও এই সমুদয় দ্রব্যাদি গ্রন্থত হয়। ধামরাইএর কাসের বাসন উৎকৃষ্ট । ভরণের কাজই অধিক পরিমাণে সংঘটিত হয়। পূৰ্ব্বে লৌহজঙ্গের সন্নিকটবৰ্ত্তী হুয়ালী গ্রামে ভয়ণের কাজ হঠত। ঢাকার স্বনাম খ্যাত স্থল ইন্সপেক্টর স্বৰ্গীয় মগা দীননাথ সেন মহোদয় পিতল নিৰ্ম্মিত এক অভিনব প্রণালীর দীপাধার নিশ্বাণ করিয়াছিলেন । (জ) টিনের বাক্স । স্বদেশী আন্দোলনের ফলে এই সংয়ে টিনের বাক্স প্রস্তুত প্রণালী প্রচলিত হইয়াছে । পূর্কেও এখানে টনের বাক্স প্রস্তত হইত ; কিন্তু বিলাতী বাক্সের সহিত প্রতিযোগিতাক্ষেত্রে উহা সমকক্ষতা লাভ করিতে সমর্থ হইয়াছিলনা । সুতরাং তথন স্টার বড় একটা সমাদর পরিলক্ষিত হয় নাই। পরে স্বদেশী আন্দোলনের ফলে উৎসাহিত হইয়া শিল্পিগণ উৎকৃষ্ট ও অভিনব প্রকারের গ্রব্যাদি নিৰ্ম্মাণ করায় উহার কাটুতি দিন দিন বৃদ্ধি পাইয়াছে। মিঃ জি, এন, গুপ্ত ঢাকাই টিনের বাক্সের বিষয় গৌরবের সহিত উল্লেখ করিয়াছেন (১)। ( » ) Vide G. N. Gupta's report Page.