পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ छांकां★ हेठिशंग। [ ১ম খঃ ইটের কারখানাতেই ২১টা করিয়া সুরকীর কল প্রতিষ্ঠিত আছে। এই ব্যবসায় মন লাভজনক নহে । (৭) ঝিনুকের দ্রব্যাদি । স্বদেশী আন্দোলনের ফলে পূত মন্দাকিনী প্রবাহে যে-সমুদয় শিল্প উন্নতিলাভ করিতে সমর্থ হইয়াছে তন্মধ্যে ঢাকার বিমুকের নিৰ্ম্মিত দ্রব্যাদি শীর্ষস্থান অধিকার করিয়াছে। বস্তুতঃ ঢাকার ঝিনুকের নিৰ্ম্মিত বোতাম, ঘড়ির চেইন, মাথার ফুল প্রভৃতি সৌন্দর্য্যে বিলাতি দ্রব্যাদির সহিত সগৌরবে স্পৰ্দ্ধা করিতে সমর্থ। ঢাকার নারেনা প্রভৃতি স্থানেই ইহা বহুল পরিমাণে প্রস্তুত হইয়া থাকে। ঐ সমস্ত দ্রব্যাদি কলিকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে ও প্রেরিত হইয় থাকে। (ত) পেন হোল্ডার । স্বদেশী আন্দোলনের ফলে এই নগরীতে যে সমুদয় স্বদেশী দ্রব্যাদি প্রস্তুত হইতেছে তন্মধ্যে “গোল বদন কারখানায়” প্রস্তুত পেন হোল্ডার অন্ততম শ্রেষ্ঠ । এই কারখানায় প্রায় ত্রয়োবিংশতি প্রকারের অতি উৎকৃষ্ট হোল্ডার প্রস্তুত হইতেছে, তন্মধ্যে অধিকাংশ গুলিই বিদেশজাত দ্রব্যাদি অপেক্ষা মনোরম ও সস্ত হইয়াছে। ইহাদিগের প্রস্তুত চন্দন কাঠের হোল্ডার গুলি খুব ভাল। এতদ্ব্যতীত কালী, ব্রঙ্কে প্রভৃতি ও নানা স্থানে প্রস্তুত হইতেছে। (থ) মৃৎশিল্প। বিক্রমপুর ও চন্দ্রগ্রতাপের কুম্ভকারগণ প্রতিমা নিৰ্ম্মাণে সুদক্ষ । কাচাদিয়ার স্বৰ্গীয় গৌরীকান্ত সেন অতি মন্দর মৃন্ময় মূৰ্ত্তি প্রস্তুত করিতে পারিতেন বলিয়া অবগষ্ট হওয়া যায়। কলাকোপ ও তৎ