পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ|օ বুড়িগঙ্গার প্রশস্ততা ২৫০ গজের অনধিক ছিল। এই নদীটিকে তিনি গঙ্গার পূর্বতন শাখা বলিয়৷ উল্লেখ করিয়াছেন D'Anwile ঢাকা নগরীকে গঙ্গার উত্তর তটে, জলঙ্গী নদীর মোহান হইতে ৬৪ মাইল দূরে অবস্থিত বলিয়া নির্দেশ করিয়াছেন তিনি বুড়িগঙ্গাকেই গঙ্গানদী বলিয়া অভিহিত করিয়াছেন অনুমিত হয় । সোনারগায়ের ৭ মাইল দূরে মেঘনাদ তটে সংস্থিত নবাবদী গ্রামকে রেণেল নলী বলিয়া উল্লেখ করিয়াছেন । তিনি লিখিয়াছেন, “নলী ও নরসিংদী এই দুভয় স্থানের মধ্যবর্তী নদীটি স্বপ্রশস্ত, খরস্রোতা এবং দ্বীপ বহুল ; অনেক স্থানেই ইহার পরিসর ২॥• মাইলের উপর এই নদীর পশ্চিমতটদেশ হইতে প্রায় ১৮• মাইল অন্তর সুলতানসিদ্ধির মঠ অবস্থিত (১)। ব্ৰহ্মপুত্রের এক প্রকাণ্ড শাখা নদী ১৮ মাইল দীর্ঘ এবং ৭ মাইলেয় অধিক প্রস্থ বিশিষ্ট একটী দ্বীপের সৃষ্টি করিয়ী নরসিংদীর সন্নিকটে মেঘনাদের সহিত সম্মিলিত হইয়াছে । ইহার পশ্চিমদিকস্থ প্রবাহই (২) চিলমারী ও গোয়ালপাড়া যাইবার সোজা পথ। নরসিংদীর অনতিদূরে আর একটি ক্ষুদ্র পয়ঃপ্রণালী মেঘনাদের সহিত সম্মিলিত হইয়াছে। এই পয়ঃপ্রণালী দিয়া মেঘনাদ হইতে লাক্ষ্যা নদীতে অতি অল্প সময়ে বাওয়া যায়। নরসিংদীর ৮ মাইল উদ্ধে একটি বৃহৎ খাল দক্ষিণ পূৰ্ব্ব দিকে প্রবাহিত হইয়াছে। এই খাল আলিনিয়ার অনতিদূরে মেঘনাদে পতিত হইয়াছে।” (৩) ( s ) স্কুলতান সিদ্ধির মঠ রেশেলের সপ্তদশ সংখ্যক মানচিত্রে প্রদর্শিত হইয়াছে ; fr. List of Ancient Monuments tę RRE (FRs BR gatst i (২) রেঞ্জেল এই নদীকে ছোট ব্ৰহ্মপুত্র বা ‘পগুলা” নামে অভিত্তি করিয়াছেন। (७) Mr, Plaisted वैशंश् नश्ननौ मंत्र बद्विश वह्निवीन क्षिप्तः शत्र नििषङ्गं छैYल्लषं रुद्विग्नांश्न ।