পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8२ ঢাকার ইতিহাস । [** १: ফিট ইঞ্চি দৈর্ঘ্য— *سہ لا ن-e মুখের ব্যাস— ১—৭ সাড়ে সাত ইঞ্চি বেড়— $-S) ছিদ্রের ব্যাস— e و�سسسہ উক্ত দুইটী কামান কালেখা ও ঝমঝমা নামে অভিহিত হইত বলিয়া কিম্বদন্তী আছে। মেমুনীর গ্রন্থে সম্রাট ঔরঙ্গজেবের কামানগুলির যে নাম প্রদত্ত হইয়াছে, তন্মধ্যে ঝমৰম নামটা দৃষ্ট হইয় থাকে। মেমূলীয় উল্লিখিত “ঝমঝমা"র সহিত ঢাকার তোপটীর কোনও সম্বন্ধ না থাকিলেও ইহা নিঃসন্মিগ্ধচিত্তে বলা যাইতে পারে যে, ঢাকার তেীপটীরও এবম্বিধ নাম হওয়া অসম্ভব নহে। গত ১৯০৯ খৃঃ অব্দের ১২ই ফেব্রুয়ারী তারিখে নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্গত দেওয়ানবাগ ( মনোহর থানের বাগ ) নিবাসী মৌলবী মুজাফরহোসেন তাহার বাটস্থ একটা নিম্নস্থান (গড়) ভরাট করিবার জন্য কোনও উচ্চস্থান হইতে মাটি কাটিয়া আনায়, তথায় ৭টী পিত্তল নিৰ্ম্মিত কামান আবিষ্কৃত হয় । তৎপর দিবস, সুবর্ণগ্রামের ইতিহাসপ্রণেতা শ্ৰীযুক্ত স্বরূপচন্দ্র রায় মহাশয় এই বিষয় গবর্ণমেণ্টের গোচরীভূত করিলে উছা ঢাকা নগরীতে স্থানান্তরিত করা হয়। তন্মধ্যে ৪টা কামান হুমায়ূনবিজয়ী শেরশাহ কর্তৃক ও ২ট ঈশাখা মসনদ আলি কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল বলিয়া স্থিরীকৃত হইয়াছে। অপরটা কোন সময়ে নিৰ্ম্মিত হইয়াছিল তাহ জানা যায় নাই। ঐযুক্ত এইচ, ই, ষ্টেপলটন সাহেবের প্রতি উহার সময়নিরূপণ প্রভৃতির ভার অর্পিত ছয় । তিনি ১৯০৯ সনের অক্টোবর মাসের এসিয়াটিক জাৰ্ণেলে ঐ কামানগুলির