পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

δήλο রেণেল দয়াগঞ্জের পুল ও নারান্ধিয়ার খালের বিষয় উল্লেখ করিয়াছেন। নারানিয়ার ইষ্টকনিৰ্ম্মিত সেতু ১৬৬৪ খৃঃ অব্দে প্রস্তুত হইয়াছে। তিনি দয়াগঞ্জ ইষ্টতে ডেমরা হইয়া বৰ্ম্মিয়ার খালে প্রবেশ করেন। বৰ্ম্মিয়ার tল ব্ৰহ্মপুত্র হইতে নির্গত হইয়া শিমুলিয়ার নিকটে লাক্ষ্যা নদীর সহিত, ংযুক্ত হইয়াছিল। 'এই খালটি অত্যন্ত কুটিলগতিতে প্রবাহিত, এবং ইহার তীরভূমি ভীষণ অরণ্যানিসম্বুল। বৰ্ম্মিয়ার ৪ মাইল উত্তর পূর্ব দিকে বাইগনবাড়ী হইতে অপর একটি খাল আসিয়া উপরোক্ত খালটিতে প্রবেশলাভ করিয়াছে ধলেশ্বরী এক্ষণে জাফরগঞ্জের ১০ মাইল দূরে যমুনা হইত্তে প্রবাহিত, হইতেছে কিন্তু তৎকালে উহা গঙ্গার উত্তরদিকস্থ প্রবাহ হইতে বহির্গত হইয়া জাফরগঞ্জের পাদদেশ বিধৌত করিয়াই প্রবাহিত হইত এবং বহুবিধ: ঝিলরাশির মধ্য দিয়া অঙ্গ মিশাইঃ ১০১২ মাইল পথ অতিক্রম করতঃ. পয়লাপুর ও সাপুরের নিকট দিয়া অগ্রসর হইয়াছিল। রেণেল বলেন “হাজিগঞ্জের উত্তর সন্নিকটবৰ্ত্তী স্থান হইতে গঙ্গার দুইট ক্ষুদ্র শাখা নদীর সম্মিলনের ফলেই ইছামতী নদীর উদ্ভব হইয়াছে। ঠাকুরপুরের খাল ধলেশ্বরী ছুইতে বহির্গত হইয়া বুড়িগঙ্গা নদীতে পতিত হইয়াছে। এই খালট বর্ষাকালেও ২। হস্তের অধিক গভীর নহে। এই খালট এরূপ কুটীলগতিবিশিষ্ট ও অপ্রশস্ত যে, বৃহৎ তরণী সমূহ মোড় ঘুড়িতেও পারে না। ঠাকুরপুরের খাল বুড়িগঙ্গার গর্ডস্থিত অষ্টকোণ সমন্বিত দ্বীপের বীপরিষ্ঠ দিকে ও ঢাকা হইতে ৫ মাইল দূরবর্তী ঠাকুরপুর গ্রামের সন্নিধ্যে, ধলেশ্বরীর সহিত বুড়িগঙ্গার সংযোগ সাধন করিয়াছে। ধলেশ্বরীর উচ্ছসিত জলরাশি দ্বারাই ইহার পরিপুষ্ট হইত।” “তুলসী খাল বা ইছামতীর পশ্চিম দিকস্থ প্রবাহটি ঠাকুরপুর গ্রামের ৩ মাইল পশ্চিমে অবস্থিত ; এই খাল বাছিয়াই ঢাকা হইতে হাজিগঞ্জ