পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C ২৪৬ ঢাকার ইতিহাস। [* १ः রাজপুতকুধুদ্ধের রাজা মানসিংহ দিল্লীশ্বর আকবরের নিয়োগ অনুসারে ঈশাখার বিরুদ্ধে যে সময়ে এতদঞ্চলে অভিধান করিয়াছিলেন সেই বৎসরই এই কামানটী গ্রঞ্জঙ হইয়াছিল। ৬নং-৫ নম্বরের প্রায় অনুরূপ, কিন্তু দৃঢ়তর দৈর্ঘ্য ও সমান। ছিদ্রের ব্যাস ১% পৌণে দুই ইঞ্চি ; ওজন ১ম ৭ সের। বঙ্গাক্ষরে ৪+১২৬ ও ১৩ লিখিত আছে। পারসী অক্ষরে লিখিত কথা কয়টার অর্থ বোধগম্য হয় না। নিম্নদেশে ইংরাজী অক্ষরের স্থায় 39— এই সংখ্যা সন্নিবিষ্ট আছে। ৭নং-ইহাতে কোনও খোদিত লিপি অথবা কারুকার্য্য নাই। দৈর্ঘ্য ৪ ফিট ৬ ইঞ্চি ; ছিদ্রের ব্যাস ১% পৌণে দুই ইঞ্চি ; ওজন ১ মণ ৩০ সের।