পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दै4 ° চাকার ইতিহাস। [** १: লক্ষ্যা এবং ধলেশ্বরীর সঙ্গমস্থলে অবস্থিত। নারায়ণগঞ্জের বণিকগণ দ্বারাই এই বন্দরটা প্রথমে সংস্থাপিত হয়। নারায়ণগঞ্জের স্থায় এখানেও লবণ এবং পাটের বিস্তৃত কারবার আছে। নারায়ণগঞ্জ, মদনগঞ্জ, মাণিকগঞ্জ, লৌহজঙ্গ ও পদ্মাতীরবর্তী বন্দরগুলি এই জেলামধ্যে প্রধান আমদানী ও রপ্তানির স্থান। নারায়ণগঞ্জের স্তায় কারবারের স্থান পূৰ্ব্ববঙ্গে আর নাই। ১৮৮৯ খৃঃ অন্ধে নারায়ণগঞ্জ স্বাধীন বন্দর বলিয়৷ ঘোষিত হইয়াছিল। কিন্তু ১৯০৬ সনের ১২ই মে তারিখের গবর্ণমেণ্ট বিজ্ঞাপনী অনুসারে নারায়ণগঞ্জ পোর্ট চট্টগ্রাম বন্দরের অধীন বলিয়া ঘোষিত হইয়াছে। নরসিংদি-আইয়লখা ও মেঘনাদের এক শাখানদীর সঙ্গমস্থলে ঢাকা হইতে প্রায় ২৪ মাইল উত্তরপূৰ্ব্বদিকে অবস্থিত। লবণ, ডাল, সরিষা, চাউল, চিনি, কেরোসিন প্রভৃতির বাণিজ্যস্থান । লাথপুর-লক্ষ্যাতীরে ; ডাল, পাট, পিতলের বাসন, কেরোসিন প্রভৃতি। মাণিকগঞ্জ বা ললিতগঞ্জ-ধলেশ্বরীতটে ; সুত্র, বস্ত্রাদি ও শাখা । জাগির—ধলেশ্বরীতটে, মাণিকগঞ্জৈর সন্নিকটে ; চিনি, লবণ, তৈল, তামাক, মরিচ, গুড়, মুপারি, নারিকেল প্রভৃতি। . সাতুরিয়া—গাজীখালি ও ধলেশ্বরীর সঙ্গমস্থলে অবস্থিত। লবণ, পাট কাঠ, বঁাশ প্রভৃতি । बांग्रज्ञा-शरणधंशौ ठर: ; भां । তেওভা—যমুনাতীরে ; লবণ, স্বত্র ও বস্ত্রাদি। জাফরগঞ্জ—যমুনাতীরে ; পাট ও লবণ। কাঞ্চনপুর—পায় সন্নিকটে ; পাট ও তুলা। ধিয়র—ধলেশ্বরীতীরে ; পাট ও বস্ত্র।