পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e ঢাকার ইতিহাস । (১ম খঃ সময় একটী অতি ভীষণ কম্প হয়। এই কম্পের ফলে ঢাকাস্থ বহুসংখ্যক অট্টালিক ধ্বংসপ্রাপ্ত হইয়া যায়। ১২৫৭ সনের ২৫শে পৌষ বুধবার চট্টগ্রামে ২০ সেকেণ্ড কাল স্থায়ী একটী কম্প হইয়াছিল ; এই কম্পও ঢাকাতে বিশেষরূপে অনুভূত হইয়াছিল বলিয়া অবগত হওয়া যায়। ১২৫৯ সনের ২৭শে শ্রাবণ মঙ্গলবার প্রাতে ৪৩৭ মিনিটের সময় ঢাকাতে ১৫ সেকেণ্ডকালস্থায়ী একটী কম্প হইয়াছিল। ১২৭১ সনের ২২শে পৌষ মঙ্গলবার ঢাকাতে নারায়ণগঞ্জ অঞ্চলে একটী কম্প অনুভূত হইয়াছিল। 象 এতদ্ব্যতীত ১৯৩৮, ১১৮১, ১২১৮, ১২৭৮, ১২৯৭ সনেও এতদঞ্চলে ভূকম্প হইয়াছিল বলিয়া জানা যায় ; এতন্মধ্যে ১১৮১ ও ১২১৮ সনের ভূমিকম্পই একটু গুরুতর রকমের হইয়াছিল। জলকম্প—ভূমিকম্পের সঙ্গে সঙ্গে অথবা কোম কোন সময়ে স্বতন্ত্র ভাবেও জলকম্প হইয়া থাকে। ১৩০৯ সনের ৬ই ভাদ্র হইতে প্রায় সপ্তাহকাল পর্য্যন্ত এতদঞ্চলে যে জলকম্প হইয়াছিল, তাহাই একমাত্র উল্লেখ যোগ্য। জলপ্লবিন । সাময়িক জলপ্লাবনে মধ্যে মধ্যে এই জেলার ভীষণ অনিষ্ট সাধন করিয়াছে। ১৭৮৭-৮৮ খৃঃ অবে যে ভীষণ বস্তাশ্রোত এই জেলার বক্ষোদেশ প্লাবিত করিয়াছিল, তাহার বিবরণ মি: টেইলার তীয় ‘টপোগ্রাফি অব ঢাকা” গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছেন । মেঘনাদের মোহানার সান্নিধ্যবশতঃই জলপ্লাবনে এই জেলার বিশেষ श्रनिटे সংঘটিত হইয় থাকে। এই জলপ্লাবনে দেশে ভয়ানক দুর্ভিক্ষ দেখা