পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१३ ঢাকার ইতিহাস । [ sम थ: সমূহ চলাচল করিতে থাকে। অধিবাসীগণ, বাড়ীঘর সমুদয় পরিত্যাগ করিয়া বংশনিৰ্ম্মিত মঞ্চ গ্ৰস্তুতপূৰ্ব্বক বাস করিত"। “এই প্লাবনে দক্ষিণ চাকাস্থিত গ্রামসমূহেরই অনিষ্ট অধিকতররূপে সংসাধিত হইয়াছিল। রাজনগর, কাৰ্ত্তিকপুর ও রম্বলপুর এই তিনট পরগণাতেই ক্ষতির মাত্রা কিছু অধিক পরিমাণে লক্ষিত হইয়াছিল। মিঃ ডে ঐ সমুদয় স্থানে তৎকালে উপস্থিত হইয়। জনসাধারণের অশেষ দুৰ্গতি স্বচক্ষে অবলোকন করিয়াছিলেন। এই জলপ্লাবনের ফলে দেশে ভীষণ ফুর্ভিক্ষ দেখা দিয়াছিল। প্রায় ৬•••• ষষ্ঠ সংস্র নরনারী প্রবল বন্যাম্রোতে এবং দুর্ভিক্ষে প্রাণত্যাগ করিয়াছিল (১)। ১৭৬৯৭•,১৭৮৪,১৮৩৩-৩৪, ১৮৭০ ও ১৮৭৬ খৃঃ অব্দেও ভীষণ বস্তাম্রোতের স্বারা এতদঞ্চল প্লাবিত হইয়াছিল। শেষোক্ত জলপ্লাধন ১২৮৩ সনের ১৬ কাৰ্ত্তিক সংঘটিত হইয়াছিল বলিয়া উহ। “তিরাগী সনের বল্লা” নামে সাধারণ্যে পরিচিত। ২৯শে অক্টোবর তারিখে বঙ্গোপসাগরের বক্ষেীস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের সন্নিকটে ভীষণ ঝটিকাবৰ্ত্ত আরম্ভ হয়। এই বায়ুপ্রবাৰ বঙ্কিমপথে প্রবাহিত হইয়া মেঘনাদের মোহানায় উপস্থিত হইয়াছিল। এই ঝটিকাবঞ্জ ও জলপ্লাবনের ফলে প্রায় একলক্ষ লোক কালগ্রাসে পতিত হয় (২ )। বর্ষার প্লাবনসময়ে কখনও কখনও প্রচণ্ড বায়ুপ্রবাহ এবং উচ্ছসিত বারিরাশি এতদুভয়ের সম্মিলিত শক্তিপ্রভাবে নদীশ্রোতের গতি সংস্থত ভূইয়া থাকে । ফলে, ভীষণ জলপ্লাবন উপস্থিত হয় (৩) । (>) Dr. Taylor's Topography of Dacca. (*) Handbook of Cyclone &c. by Elliot. (*) Lyell’s principles of Geology, chap, XIX, page 266