পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯শ অঃ ] বিবিধ। Ryసి পাগলা গারদ । সহরের পশ্চিমাংশে চকৃবাজারের সন্নিকটে ১৮১৯ খৃঃঅঙ্গে পাগলা গার প্রস্তুত হয়। ঢাকার প্রথম মোগল স্ববাদার ইসলামখার নিৰ্ম্মিত দুর্গের নিকটেই ইহা অবস্থিত (১)। ১৮৬৬ খৃঃজদে এই গারদে এটা স্বপ্রশস্ত আঙ্গিন, চারিজনের অবস্থানোপযোগী ৭ট কক্ষ এবং নির্জন বাসোপযোগী ৩২ট কক্ষ ছিল ( ২ )। এক্ষণ এখানে ২১৭ জন পুরুষ ও ৪৫ জন স্ত্রীলোকের বাস করিবার উপযোগী স্থান আছে। ময়মনসিংহ, শ্ৰীহট্ট, কাছার, ত্রিপুর, চট্টগ্রাম, নোয়াখালী, বাখরগঞ্জ, ফরিদপুর, পাবনা, বগুরা, কুচবিহার এবং আসাম প্রদেশের রোগীও এখানে প্রেরিত হইত। ১৮৫৭ খৃঃ অন্ধ হইতে ১৮৬৬ খৃ:অদ পর্য্যস্ত প্রতিবৎসরে গড়ে ৯৫ জন করিয়া রোগী গৃহীত হইত। ইহার মধ্যে গঞ্জিকাসেবন জন্য বিকৃতমস্তিষ্কের সংখ্যাই অধিক (৩)। গারদের বার্ষিক ব্যয় প্রায় ২৬••• টাকা। এই সমুদয় বায় গবৰ্ণমেণ্টই বহন করেন। ঢাকার সিভিলসার্জন গারদের সুপারিন্টেণ্ডেণ্ট এবং উচ্চপদস্থ কতিপয় রাজকৰ্ম্মচারী ও কয়েকজন দেশীয় সভ্রান্তলোক ইঙ্গার sjaffāw, *fiw*í* (Honorory visitors). টাকশাল । পাঠান শাসনসময়ে “হজরৎজালাল” সোনারগাও, চজয়ৎ মোল্লাজমাবদ, মামুদাবাদ প্রভৃতি স্থানে টাকশাল প্রতিষ্ঠিত ছিল। (2) Khan Bahadur Syed Aulad Hussain's Antiquities of Dacca and Tarikh-i-Dacca. - (3) Hunter's Statistical Account of Bengal, Vol. V. (e) Ibid. సిసి