পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯শ অঃ ] বিবিধ । శిల్క్స్ জনসাধারণের উপকার ও উন্নতিকল্পে গবর্ণমেণ্টের হস্তে প্রদান করিয়া যান। কিন্তু এই মহাত্মার মৃত্যুর পরে উক্ত দানপত্র সম্বন্ধে আপত্তি উপস্থিত হইলে বিলাতে সেই আপত্তির বিচার হইয়া ১৮৫ খৃঃ অন্ধে তাহার মীমাংসা হয়। ফলে বিলাতের চেনসেরি কোর্ট বীর গবর্ণমেণ্টকে আংশিক ডিক্রি প্রদান করেন। ডিক্রির বলে দাতার এই সাধুসংকর কার্ঘ্যে পরিণত করিবার জন্ত গবৰ্ণমেণ্ট প্রায় ১৬৬•••\ টাকা প্রাপ্ত হয়। অতঃপর ১৮৫৪ খৃঃ অন্ধে হাসপাতালের দালানের কাৰ্য্য আরম্ভ হয়। কাটরা পাকুরতলীর * (বাবুরবাজার ) যে স্থানে ওলনাজদিগের বাণিজ্য কুঠী বিদ্যমান ছিল, তথায় এই হাসপাতালের দালান প্রস্তুত কুইয়াছে। ১৮৫৮ খৃঃ অন্ধে মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠিত হইলে গবৰ্ণমেণ্টের দেশীয় হাসপাতাল (১ ; ইহার সহিত সম্মিলিত হইয়া যায় এবং দেশী হাসপাতালের ব্যয় নিৰ্ব্বাহাৰ্থ গবর্ণমেণ্ট যে অর্থ ব্যয় করিতেন, তাহা মিটফোর্ড হাসপাতালে প্রদত্ত হয়। বর্তমান সময়ে গবর্ণমেণ্টের উক্ত সাহায্যে এবং মহাত্ম। মিটফোর্ডের দানের টাকার স্বদ হইতে এই হাসপাতালের খরচ পরিচালিত হইতেছে (২) ।

  • বাবুরবাজারের নাম পূৰ্ব্বে কাটের পাকুরতলী ছিল; পরে ভূকৈলাসের বাবুদিগের বসবাসহেতু ঐ স্থান বাবুরবাজার আখ্যা প্রাপ্ত হইয়াছে ।

(১) ১৮•৩ খৃঃ অব্দে কলিকাতার দেশী হাসপাতালের শাখা স্বরূপে ইহ প্রতিষ্ঠিত হইয়াছিল। গৱৰ্ণমেণ্ট ইহার ব্যনিৰ্বাহার্থে মাসিক ১৫. টাকা এবং ঔষধাদি প্রদান করিতেন । জনসাধারণ ও কতিপয় ইয়োরোপীয় ভালোকের নিকট हश्5 कोष छूजिन्ना २२००९ $ीकी नश्शूशेठ श्ब्राहिल । ये छाकाम श्ष श्रङ श्ांद्र बङ्गांश्च बाग्न निर्विांश् ददैठ ॥ 0 SAAAAA SBBBAiSDtDDD BBBBBBB BBB BBB BDS