পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ ঢাকার ইতিহাস । [ ১ম থঃ ১৮৬৬ খৃঃ অন্ধে এই হাসপাতালে ৯২ জন রোগীর স্থান হইত। ১৮৭১ খৃঃ অব্দে এখানে ১৯৭৬ জন রোগী চিকিৎসিত হইবার জন্ত আলিয়াছিল। তন্মধ্যে ৮৬৫ জন আরোগ্য লাভ করে; ১৭৮ জন মৃত্যুমুখে পতিত হয় এবং ৩৩ জন বৎসরের শেষ পর্য্যন্ত হাসপাতালে অবস্থান করে । ১৮৮৭ খৃঃ অব্দে এই হাসপাতালে একটা ইউরোপীয়ান ওয়ার্ড খুলিবার প্রস্তাব গবৰ্ণমেণ্ট মঞ্জুর করেন। ১৮৮৯-৯০ খৃঃ অব্দে বাঙ্গলার ধনকুবের ভাগ্যকুলনিবাসী রাজ শ্ৰীনাথ রায় মহোদয় তদীয় স্বর্গগত জননীর স্মৃতিসংরক্ষণ করে এই হাসপাতালের সংশ্রবে একটা চক্ষু চিকিৎসালয় স্থাপন জন্ত ত্রিংশৎ সহস্র মুদ্র প্রদান করিলে একটা Eye ward স্থাপিত হইয়াছে। ১৮৮২ খৃঃ অব্দে ফিমেল ওয়ার্ড স্থাপিত হয়। স্বৰ্গীয় নবাব স্যার আসানউল্লা বাহাদুর এবং ভাওয়ালের মহামুভব রাজা ৮ রাজেন্দ্রনারায়ণ রায় ওয়ার্ডের স্থান ক্রয় করিবার জন্ত যথাক্রমে ২৭••• এবং ২•••• টাকা প্রদান করেন । লেডি ডফারিন জেনানা হাসপাতাল –১৮৮৮-৮৯ খৃ: অব্দে রাজ প্রতিনিধি লর্ড ডফারিনের ঢাকায় আগমন চিরস্মরণীয় করিবার নিমিত্ত নবাব আসানউল্লা বাহার ৫•••• টাকা ব্যয়ে লেডি ডফারিনের নামানুসারে লেডি ডফারিন জেনানা হাসপাতাল প্রতিষ্ঠিত করেন । , মাসিক কুত্ব ৫৭৭%ং পাই। 8& SLη» মালিক গধর্ণমেণ্ট সাহায্য মোট ১৯৩১is (দেশী হাসপাতালের জন্ত ) छथन ¢रै भांनिक यjtग्न होनणाठाल कलिङ ! छांकां★ दिशङ्ग१-बैकबांब्रबांष भङ्थलांब्र यौठ ।