পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe o ঢাকার ইতিহাস । [ ४५ १: ৫ দিনে ঢাকায় চিঠিপত্র আদিত। গবৰ্ণমেণ্টের নিযুক্ত বরকম্বাজগণ চিঠ বিলি করিত। তৎকালে চিঠির মাওল স্থানীয় দূরত্বহিসাবে ধাৰ্য্য করা হইত। কলিকাতা হইতে ঢাকার ডাক আসিয়া পৌছিলে এখান হইতে লোকদ্বারা প্রত্যেক থানায় উহা প্রেরিত হইত। মফঃস্বলবাসী ইয়োরোপীয়গণ ডাকের প্রতীক্ষায় ঢাকায় লোক রাখিতেন। ১৭৯১ খৃঃ অব্দের ১৫ই জুলাই ঢাকা হইতে ময়মনসিংহের ডাক বিলি করিবার জন্ত টঙ্গী ও বরাদপুর নামক স্থানদ্বয়ে ডাকঘর সংস্থাপিত হয়। ক্রমে ডাকের আবশ্বকতা অনুভূত হওয়ায় ডাকঘরের ংখ্যাও বৃদ্ধি পাইতে লাগিল । ১৮৬৬ খৃঃ অঘে ঢাকা, নারায়ণগঞ্জ, নবাবগঞ্জ, মাণিকগঞ্জ, শ্ৰীনগর বছর, ধামরাই, সোনারং, রূপগঞ্জ ও পশ্চিমদি এই এগারটি স্থানে গবর্ণমেণ্টের ডাকঘর ছিল। জৈনসার ও কাঠাদিয়া Experimental ডাকঘর ছিল। বর্তমান সময়ে এখানে ২টা “প্রধান” ডাকঘর, ৬২ট সব পোষ্ট্রাফিস ও ১৬৮ট ব্রাঞ্চ পোষ্টাফিস সংস্থাপিত আছে। নিয়ে ডাকঘরগুলির नांभ @jनद्ध श्हेठ । সবঅফিস ব্রাঞ্চঅফিস छांक|- জামদিয়া, আটি, বংশাল, বংশীবাজার, বিরাব,ব্রাহ্মণকীৰ্ত্তি, চৌধুরীবাজার, ডাঙ্গাবাজার, ডেমরা, ইস্লাম্পুর, কলাতিয়া, কাওয়াইদ, কোও, লক্ষ্মীবাজার, নবাবপুর, নিমতলী, পশ্চিমদী, পীলখানা, পোস্ত, পুবাইল, রাজফুলবাড়িয়া,