পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায়। জমি ও জমা । প্রাচীন হিন্দুদিগের জমিজমাপদ্ধতির মূল ভিত্তিই গ্রাম। পুরাকালে কর্ধিত ভূমিতে কৃষকেরই স্বত্ব ছিল বলিয়া অনুমিত হয়। কিন্তু স্থলবিশেষে এরূপও নির্দেশ আছে যে ভূমির স্বত্ব রাজারই হওয়া উচিত। ফলতঃ ভূমিতে কাছার স্বত্ব ছিল, মনুতে স্পষ্টতঃ তাহার উল্লেখ পরিলক্ষিত হয় না। জমির উৎপন্ন শস্তের অংশ চাষী, গ্রাম-শাসনসংরক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও রাজা, সকলেই পাইতেন ; সকলেরই জমিতে স্বত্ব ছিল। মনুর সপ্তম অধ্যায়ে লিখিত আছে যে, ভূমির উৰ্ব্বরতা ও কর্ষণব্যয়ের তারতম্যানুসারে ধাস্তাদি শস্তের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশাংশ রাজারপ্রাপ্য ; আবশ্যক ইষ্টলে তঁাচার চারি অংশের একাংশ লইবারও ব্যবস্থা ছিল। শস্যবিশেষে উৎপল্লের অৰ্দ্ধেক অথবা তিন তাগের দুই ভাগ কৃষকেরা, তদবশিষ্ট কৰ্ম্মচারীর পাইতেন। কৃষকদিগের মধ্যে তিন শ্রেণী ছিল – (১) গ্রামের আদিম বাসিন্ধা। (২) স্থায়ী বা অস্থায়ী নূতন বাসিন্ধা। (৩) গ্রামান্তরের কৃষক। ७हे ठिन (४गैग्न (गारू श्ङई cशंश्कल ७ श्रृंहेिक्स क्लबाक्ब्र উৎপত্তি হইয়াছে। অধিপতি (মাতবার), নিকাশনবীশ, চৌকিদার,