পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఖిet ঢাকার ইতিহাস। [ ১ম খণ্ড পুরোহিত, শিক্ষক, গণক, কৰ্ম্মকার, স্বত্রধর, কুম্ভকার, রজক, ক্ষৌরকার, গোরক্ষক, চিকিৎসক, গায়ক, গথিক, প্রভৃত্তি কর্তৃক গ্রামের শাসনসংরক্ষণ সম্পন্ন হইত। যোগ্যতানুসারে পূর্বাধিপতির বংশধরদিগের মধ্যে কোনও না কোন ব্যক্তিকে এই পদে মনোনীত করা হইত। পুরাকালের গ্রামাধিপতিগণই জমিদারদিগের আদি । মোসলমান শাসনসময়ে পূৰ্ব্বোক্ত নিয়মগুলি পরিবর্তিত হইয়৷ পরগণাদারী বন্দোবন্ত প্রবর্তিত হয়। পরগণাদারগণ প্রজার নিকট হইতে খাজনা আদায় করিয়া রাজস্ব প্রদান করিতেন। রাজস্ব প্রদান করিয়া যাহ উদত্ত হইত, তাহ পরগণাদারগণের নিজস্ব ছিল। কালক্রমে ঐ পরগণাদারগণই জমিদার বলিয়া পরিচিত হইয় উঠেন। জমিদারদিগের হস্তে দেওয়ানী, ফৌজদারী উভয়বিধ ক্ষমতাই ন্যস্ত ছিল । আকবর বাদশাহের রাজত্বকালে রাজা তোডরমল্ল মোগল সাম্রাজ্যের ষে একটা হিসাৰ প্রস্তুত করেন, উগ “ওয়াশীল তুমার জমা” নামে পরিচিত। ইহাতে বঙ্গদেশকে ১৮টী সরকার এবং ৬৮২ মহালে বিভক্ত করা হইয়াছিল। প্রকৃতপক্ষে তিনিষ্ট সৰ্ব্বপ্রথমেভূমি পরিমাপ করিয়া দেশের রাজস্ব নিৰ্দ্ধারণ করেন। এষ্ট উদ্দেশ্যে তিনি “এলাকাগজ” নামক মান-দণ্ড প্রচলিত করেন এবং ভূমির উৎপাদিকাশক্তি অনুসারে উহা পুলি, পরবর্তী, চেঞ্চর ও বঞ্জর এই চারি শ্রেণীতে বিতক্ত করেন। র্তাহার এই বন্ধোবস্ত প্রথমতঃ এক বৎসরের জন্ত হয়, কিন্তু বৎসর বৎসর নূতন বন্দোবস্ত অসুবিধাজনক বোধে দশ বৎসরের মধ্যে উহার আর কোন अंग्निरु6न कब्र श्ङ्ग नां । ১৬৫৭ খৃঃ জন্ধে সাম্বুজ বঙ্গদেশ ও উড়িষ্যার মতন ছিলাব প্রস্তুত