পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నిశి ঢাকার ইতিহাস । [ ॰ब श: (খ) বাদশাহী ও জমিদারী সনাক্রমে প্রাপ্ত ৰে সমুদয় নিষ্কর স্বহাল ১৭৯৩১৯ রেগুলেসন দ্বারা সিদ্ধ বলিয়া গণ্য হুইয়াছে। কোম্পানীর দেওয়ানীপ্রাপ্তির পূৰ্ব্বে প্রদত্ত যে সমুদয় ভূমি চূড়ান্তরূপে নিষ্কর বলিয়া স্থিরীকৃত হইয়াছে, তাহ লাখেরাজ নামে খ্যাত। এতদ্ব্যতীত দেওয়ানী প্রাপ্তির পরের এবং ১৭৯০ । ১লা ডিসেম্বরের পূর্বকার, যে সমস্ত নিষ্কর গবর্ণমেণ্টের (সহিত মোকদ্দমায় ) সিদ্ধ, তাহাই সিদ্ধনিষ্কর বলিয়া পরিচিত। পক্ষান্তরে যে সমস্ত নিষ্কর দেওয়ানী প্রাপ্তির পূৰ্ব্বে দখলে আইসে নাই,—আসিলেও ঐ সময়ে যাহার উপরে গবর্ণমেণ্ট কর্তৃক কর ধার্ঘ্য হইয়াছে, তৎসমুদয় “খেরাজ" বা “মালের জমি” বলিয়া গণ্য। অন্যান্ত সৰ্ব্বপ্রকার খুচরা নিষ্কর ভূমি জমিদারী ও তালুকের অন্তভূক্ত। বর্তমানে ঐ সমুদয় খুচরা লাখেরাজও এক একটা মহাল বলিয়া গণ্য। বাদশাহী সনদক্রমে প্রাপ্ত নিষ্কর (আলতামগ, জায়গীর, আয়ম, মদংমাস ) প্রভৃতিও পূৰ্ব্বোক্তরূপে সিদ্ধাসিদ্ধ হইয়াছে। বিভিন্ন জাতির মধ্যে বিশেধ বিশেষ উদ্দেশ্রে প্রদত্ত নিষ্কর ভিন্ন ভিন্ন নামে অভিহিত। যথা :-দেবোত্তর, ব্রহ্মোত্তর, মহাত্রাণ, নফরান, চাকরান, ভোগোত্তর (ব্রাহ্মণগণের প্রতিপালনার্থে স্থঃ) পিরান; চেরাগান (মসজিদে আলো দিবার জন্ত )। (৫) পত্তনী, দরপত্তনী—জমিদার তাহার জমিদারী কি তাহার অংশ, এবং তালুকদার তাহার তালুক কি তাহার কোন অংশ, দানবিক্রয় ও পুরুষানুক্রমে ভোগদখলের স্বত্ব অর্পণে লভ্য রাখিয়া নিদিষ্ট বার্ষিক খাজনায় কাহারও সহিত চিরস্থায়ীভাবে বন্দোবস্ত করিলে, তাহাকে পত্তনীতালুক বলে। ১৮১৯৮ ধারা মতে ইহার বিধান হয়। দ্বিতীয় শ্রেণীর পত্তনী দরপত্তনী বলির পরিচিত।