পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ२* ঢাকার ইতিহাস । [ ১ম খণ্ড বুতুনীর বারুণামান—বুতুনী গ্রামের निकल्लेदउँौं क्रीब्राँझे নদীতে বারুণীগঙ্গাস্নান উপলক্ষে বিস্তর লোকসমাগম হইয়া থাকে। এই স্থানে ক্ষীয়াই নদীতে অবগাহন করিলে গঙ্গাঙ্গানের তুল্য ফল লাভ হয় বলিয়া সাধারণের বিশ্বাস । গঙ্গাসাগর দীঘি—বারভুঞার অন্ততম ভূঞা খিজিরপুরের ঈশাখামসনদ আলিকে দমন করিবার উদ্দেঙ্গে দিল্লীশ্বর আকবর কর্তৃক মহারাজ মানসিংহ পূৰ্ব্ববঙ্গে প্রেরিত হইয়াছিলেন। এই সময়ে ঢাকাতে মোগলরাজের একটী থানা মাত্র সংস্থাপিত ছিল। মহারাজ মানসিংহ বিপুল বাহিনীসহ ঢাকাতে উপনীত ইয়া ডেমরা নামক স্থানে শিবির সন্নিবেশ করেন এবং ঢাকার উত্তরপূর্বদিকে কমলাপুর নামক স্থানে একটা প্রকাও দীর্বিক খনন করিয়৷ তাছাতে বারতীর্থের জলনিক্ষেপকরতঃ উহাকে “গঙ্গাসাগর” নাম প্রদান করেন। মহারাজ মানের অবস্থান হেতু এই স্থান রাজারবাগ আখ্যা প্রাপ্ত হইয়াছে। তীর্থজ্ঞানে এখনও অসংখ্য হিন্দু নরনারী এই দীর্ঘকায় মাঘীপূর্ণিমা, মাঘীসপ্তমীতে ও অষ্টমী তিথিতে স্নান করিয়া থাকে। এই সময়ে এখানে মেলা জমিয়া থাকে। বর্তমান সময়ে এই দীর্ঘিকাটার প্রায় তৃতীয়াংশ তাড়াদামে পরিপূর্ণ হইয় গিয়াছে। ইহার পূৰ্ব্বতীরে কালীমূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। ইহার দক্ষিণতীরবর্তী প্রকাও বটবৃক্ষতলে বহু নরনারী মানস করিয়া চাচর প্রদান করিয়া থাকে। এতদ্ব্যতীত ইছামতী নদীরতীরবর্তী তীর্থঘাট, আগলা, সোলপুর, বারুণীঘাট এবং যোগিণীঘাট নামক পঞ্চ তীর্থঘাটেও কাৰ্ত্তিকী পেীৰ্ণমাসীতে অসংথ্য হিন্দুনরনারী অবগাহন করিয়া পবিত্রতা লাভ করিয়া থাকে।