পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հlս গুপ্ত প্রভৃতি মনোঃ বিবরণ সংগ্রহ ব্যাপারে ংে সাহায্য করিয়াছেন। এই গ্রন্থের মুদ্রাঙ্কন সময়ে স্থলেখক ঈমান ৰীয়েজনাথ ৰয়, ঐযুক্ত বিজয়কুমার রায় এবং ঐযুক্ত মেঘনাথ সাগ প্রভৃতি মহাশয়গণ সাভার ও ভাওয়াল সম্বন্ধে কতিপয় প্রবন্ধের অবতারণা করিয়াছেন। বলাবাহুল্য যে, তাহাদিগের লিখিত প্রৱন্ধাদি হইতেও বিস্তুর সাহায্য প্রাপ্ত হইয়াছি। আসরফপুর তাম্রশাসন সম্বন্ধে আমার সতীর্থ স্বৰ্গীয় গঙ্গামোছন লস্কর এম, এ, মহাশয়ের পাঠ অনুসরণ করিরছি। অধ্যাপক ঐযুক্ত রাধাগোবিন বসাক এম, এ, প্রাচান্তিমহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ ৰয়, অধ্যাপক ঐযুক্ত বিধুভুষণ গোস্বামী এম এ, ও ঐযুক্ত কামিনীকুমার সেন এম, এ, বি, এল প্রভৃতি মহোদয়গণের লিখিত প্রবন্ধাদি হইতে বেলাব লিপি অমুৰা করিবার সময়ে যথেষ্ট সাহায্য প্রাপ্ত হইয়াছি। উপসংহারে ৰক্তব্য এই যে এরূপ বিরাট ব্যাপার আমার স্কায় অকৃতি লেখকের দ্বারা সুচারুরূপে সম্পাদিত হওয়া অসম্ভব। কাজেই গ্রন্থ মধ্যে যথেষ্ট ক্রট বিচ্যুতি পরিলক্ষিত হইবে। মুদ্রাকর প্রমা ও অনেক রছিয়া গেল। সহৃদ পাঠকবৃন্দ মধ্যে অনুগ্রহ পূর্বক কেং কোনও ভ্রম প্রদর্শন করিয়া দিলে তাহ সাদরে গৃহীত হইবে। এই গ্রন্থ ঢাকা সাহিত্য পরিষদের গ্রন্থাবলিভূক্ত করা হইল। ইতি। জপম, ছয় হাবেলী উত্তরায়ণ সংক্রান্তি, } ঐযতীন্দ্রমোহন রায়। ১৩১৯ বঙ্গাব।