পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ፃ8 ' ঢাকার ইতিহাস [ ०ष १: রামেশ্বর গোস্বামী (চেল! ) স্বমেরু বনগোস্বামী (পুত্র ) নরসিংহ গোস্বামী (জীবিত ) দেবীর বর্তমান সেবাইত নরসিংহ গোস্বামীর বয়স এক্ষণে প্রায় ৫৫ বৎসর। ১২৭২ সনের ৩রা অগ্রহায়ণ তারিখে স্বমেরু বনগোস্বামী ঢাকা ফুলবাড়ার গোপাললোচনমিত্র বরাররে যে একখান কবুলিয়ত সম্পাদন করিয়া দেন, তৎপাঠে অবগত হওয়া যায় যে, খিলগ্রাম মৌজার মধ্যে ১৪•৮৪১- চারিণত চল্লিশ বিধ উনিশ কাঠ দশ ঘুর জনী “ঐশ্ৰe সিদ্ধেশ্বরী ঠাকুরাণী ও ঐশ্ৰীoমহাদেব ঠাকুর বিগ্রহের” দেবোত্তর লাখেরাজ সম্পত্তি ভূক্ত । List of ancient monuments diox to as 8 wingto উল্লেখ মাই। বুড়াশিব। কালিকাপুরাণের অশীতিতম অধ্যায়ে লিখিত আছে, বৃদ্ধগঙ্গার জলের মধ্যে ব্ৰহ্মপুত্র নদের তীরে বিশ্বনাথ নামে শিবলিঙ্গ এবং মহাদেবী বিশ্বদেবী অবস্থিত । যথাঃ- “বৃদ্ধ গঙ্গ। জলস্তাপ্ত তীরে ব্ৰহ্মপুত্রস্য বৈ। বিশ্বনাথে রয়ো দেবঃ শিবলিঙ্গ সমন্বিতঃ ॥ কালিকা পুরাণোক্ত বিশ্বনাথ এবং এই বুড়াশিৰ অভিন্ন বলিয়া কেহ কেহ অম্বুমান করিয়া থাকেন। আৰায় অনেকে বলেন যে এই বুড়াশিৰ ভগবান শঙ্করাচার্ঘ্যের প্রতিষ্ঠিত। যিনি বাহাই বলুন এই শিৰলিঙ্গটা ৰে অত্যন্ত প্রাচীন তষিয়ে কোনও সন্দেহ নাই।