পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩শ আঃ ] • দেবালয়াদি। ஆ9 “মাটি কাটি ক্রমন্দির বাহির করিল। কপট ভিতরে আট খুলিত্তে নারিল। অতঃপর মহারাজা ব্যাকুল হইয়। ठिन नेिन अनांशtद्र ६ब्रण हठाांझिब्रां ॥ ভক্তি দেখি ভগবান নারিল থাকিতে । দৈববাণী আলি তারে কৈল অলক্ষিতে ॥ তোর বংশ থাকিবেন তুলিলে আমারে। ধন বংশ চাও যদি ফিরে যাহ ঘরে । তমোপূর্ণ পৃথিবী দেখিয়া আমি ডরে। লুকাইয়া আছি লেখা মৃত্তিক ভিতরে” । কিন্তু ভক্ত নরপতি “তুমি মোর ধনবংশ তুমি শিরোমণি” বলিয়া হৃষ্টান্তকরণে মাধব বিগ্রট স্বগৃহে আনয়নপূর্বক প্রতিষ্ঠা করিলেন। যশোপাল নিৰ্ব্বংশ হইয়াছেন, কিন্তু “বংশগেল যশোনাম মাধবে মিলিল” । মাধবের নামের সহিত পুণ্যাত্ম যশোপালের নাম বিজড়িত ছটা আজিও সেই মহাপুরুষ অমর হইয়া রহিয়াছেন। যশোপালের পরলোক গমনের পরে উৎকল দেশীয় পাণ্ডীগণের হন্তে মাধবের অর্চনার ভার অর্পিত হইয়াছিল। পালবংশীয় রাজগণের অধঃপতনের পরে চাদপ্রতাপ ও ভাওয়ালে গাজী বংশের অভৃদ হয়। মোসলমানদিগের অত্যাচারের কবল हहेरङ ब्रक रुब्रितांब्र छछहे शांभब्राहे निबांगैौ cवजैिौम्र vब्रांप्रस्नेौतम মৌলিক কুমরাইল গ্রামে মাধব বিগ্রহকে কিংকালপর্যন্ত রাখিগ ছিলেন। কিছুদিন পরে এই বিগ্ৰহ “ঠাকুরবাড়ী পঞ্চাশে স্থানান্তরিত করা হয়। কুমরাইল ও ঠাকুরবাড়ী পঞ্চাশই জমি ধামরাই ; পরে এই বর্তমান স্বানে (এই স্থান পূৰ্ব্বে জঙ্গলাকীর্ণ ছিল) বিগ্রহ পুনরায় স্থানান্তরিত করিয়া প্রতিষ্ঠিত করা হয়।