পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જન્મ ঢাকার ইতিহাস। [ »म.१: রঘুনাথপুরের শ্মশানকালী। রঘুনাথপুর গ্রামে শ্মশানকালী প্রতিষ্ঠিত আছে। শ্মশানকালী প্রায়ই বাড়ীর উপরে স্থাপিত হয় না। প্রবাদ এইযে, স্বৰ্গীয় কালীনাথ চক্রবৰ্ত্তার মাতা একদা স্বপ্নে দেখেন যে, শ্মশানকালী কন্যারূপে আসিয়া তাহাকে প্রতিষ্ঠা করিবার জন্ত অনুরোধ করিতেছেন। তিনি স্বপ্রাবস্থায় ইহা অবৈধ বলিয়া প্রতিবাদ করিলে, দেবী এই প্রতিষ্ঠায় কোনও ক্ষতি হইবে না বলিয়া বলেন। তদনুসারেই এই কালী প্রতিষ্ঠিত হয়। এখানে প্রত্যহ পৃষ্ঠা ও ভোগ হইয়া থাকে। ৮শারদীয় পূজার সময়ে অনেকে এখানে ছাগশিশু ও মহিষাদি দিয়া পূজা দেন। কালী অতি জাগ্রত বলিয়া সকলেই বলিয়া থাকেন। কোণ্ডার মহাপ্রভুর আখরা ও কালীবাড়ী। রাজা হরিশ্চন্দ্রের বংশের যে শাখা কোণ্ডীগ্রামে আসিয়া বাস করেন, সেই শাখায় মুরনারায়ণ রায় একজন লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তি ছিলেন। কোণ্ডার মহাপ্রভুর আর্থর সুরনারায়ণ রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দৈনিক কাৰ্য্য ও নিত্যসেবা নিৰ্ব্বাহের জন্য আড়াইখাদা জমি দেবোত্তর ছিল। বর্তমান জমিদারগণ নাকি তাহার অধিকাংশই বাজেরাপ্ত করিয়াছেন। উপযুক্ত সেবাইতের অভাবে আখরাট অনাচারদুষ্ট হইয় পড়িলে ঢাকার কালেক্টর বাহাদুর মহাপ্রভূর স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত করেন। পরে এই বংশের ভারতচন্দ্র রায় তাছাদের পূর্বপুরুষ-প্রদত্ত সম্পত্তি ও সংস্থাপিও আখরার প্রমাণাদি দর্শাইয় তাহার পুনরুদ্ধার করিতে সমর্থ হইয়াছিলেন। কোণ্ডার কালীবাড়ী এতদঞ্চলে বিশেষ প্রসিদ্ধ। এই কালীও পূৰ্ব্বোক্ত বংশীয়গণেরই অন্ততম কীৰ্ত্তি। কোও গ্রামের সন্নিকটবর্তী