পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8е е চাকার ইতিহাস । [ »ब १: ঠাকুরের স্নাল, জন্মযাত্র, ও দোল উপলক্ষে উৎসবাদি সম্পন্ন হইয়৷ থাকে। এতদ্ব্যতীত দৈনিক আতপচাউলের ভোগের ব্যবস্থা আছে। দেবোত্তর সম্পত্তির আয় হইতেই দেবসেবা সুচারুরূপে সম্পন্ন হইয়া থাকে। কলাকোপার লক্ষীনারায়ণ । কলাকোপা গ্রামে দাত থেলারামের প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ এতদঞ্চলে বিশেষ প্রসিদ্ধ । দানণেীগুতার জন্য খেলারাম দাতা উপাধিপ্রাপ্ত হইয়াছিলেন। এই মহাপুরুষের অনেক কীৰ্ত্তিকলাপ কলাকোপা গ্রামে বিদ্যমান আছে ; তন্মধ্যে এই লক্ষ্মীনারায়ণ বিগ্রহের মন্দির অন্যতম একট। এই স্থানে দূরদেশান্তর হইতে বহু সন্ন্যাসীর সমাগম হইয়া থাকে। বৰ্দ্ধনপাড়ার রসরাজ বাউলের আখড়া । বৰ্দ্ধন পাড়ার রসরাস বাউলের অনেক অলৌকিক কথা শ্রত হওয়া যায়। তৎপ্রতিষ্ঠিত আখরা এতদঞ্চলে সুপরিচিত। এই আখরাতে, রসরাজের মৃত্যুদিনে, নানা স্থান হষ্টতে বহু সাধুপুরুষ আগমন कद्विग्नी षोष्क । কলাকোপার বলাই-বাউলের আখড়া । কলাকোপার বলাই বাউল একজন দৈবশক্তি সম্পন্ন মহাপুরুষ ছিলেন। তৎপ্রতিষ্ঠিত আখরাতে যে সমুদয় দরবেশ বিভিন্ন স্থান হইতে সমাগত হইয়া থাকে তাহার কেহই রন্ধন করে না । নানা স্থান হইতে উহাদিগের জন্য খাস্কন্দ্রব্যাদি গ্রেরিত হয়। বলাই বাউলের যশোগাথা লোকমুখে অনেক শ্রম্ভ হওয়া যায় ।